<p>গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় পক্ষ হলো আয়ারল্যান্ড। গত মঙ্গলবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।</p> <p>গত সোমবার আনুষ্ঠানিকভাবে আয়ারল্যান্ড ওই মামলায় বাদীপক্ষ হিসেবে যুক্ত হয়। মামলায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রতি আয়ারল্যান্ডের দীর্ঘ সমর্থন প্রতিফলিত হয়েছে।</p> <p>বিবৃতিতে আইসিজে জানিয়েছে, আয়ারল্যান্ড গত সোমবার নিকারাগুয়া, কলম্বিয়া, মেক্সিকো, লিবিয়া, বলিভিয়া, তুরস্ক, মালদ্বীপ, চিলি, স্পেন ও ফিলিস্তিনের সঙ্গে এই মামলায় পক্ষ হয়েছে।</p> <p>২০২৩ সালের ডিসেম্বরে গাজা উপত্যকায় চলমান আক্রমণের সময় দেশটিতে গণহত্যা চালানোর অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে প্রথম মামলা করে। ইসরায়েল দৃঢ়ভাবে অস্বীকার করে বলেছে, তারা গণহত্যায় জড়িত নয় এবং আদালতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।</p> <p>আয়ারল্যান্ড বেশ কয়েক মাস ধরে এই মামলায় যুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানিয়ে আসছিল। অবশেষে গত ৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দেশটি যুক্ত হলো ওই মামলায়।</p> <p>২০২৪ সালের জানুয়ারিতে একটি প্রাথমিক রায়ে আদালত ইসরায়েলকে গাজায় তাদের হামলা থামানোর নির্দেশ দেন। এ ছাড়া মে মাসে দেশটিকে দক্ষিণ গাজার রাফাহ শহরে তার সামরিক আক্রমণ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন আদালত। সূত্র : সিএনএন</p> <p> </p>