<p>দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেপ্তারে গত মঙ্গলবার নতুন করে পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত। প্রথমবার তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন তদন্ত কর্মকর্তারা। গত ৩ ডিসেম্বর প্রেসিডেন্ট ইউন সামরিক শাসন জারির ঘোষণা দেওয়ার পর দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দেয়। যদিও চাপের মুখে সামরিক শাসন প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। তবে সামরিক শাসন জারি করায় তাঁকে অভিশংসিত করা হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাঁকে তিন দফায় সমন দেওয়া হলেও জবাব দেননি ইউন। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার ইউনকে গ্রেপ্তার করতে যান দেশটি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও তদন্ত কর্মকর্তারা। তবে ইউনের নিরাপত্তা বাহিনী এবং সমর্থকদের বাধায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সূত্র : এএফপি</p>