<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুবাইয়ে গত বুধবার বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এবং আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বৈঠকের মধ্য দিয়ে আফগান সরকারের ওপর ভারতের প্রভাব বৃদ্ধির আকাঙ্ক্ষার বিষয়টি স্পষ্ট হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারত কয়েক বছর ধরে তালেবানের সঙ্গে সম্পর্কোন্নয়ন করে আসছে। সর্বশেষ বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগের সূচনা হয়েছে। আফগানিস্তানে গত ২০ বছরে সহায়তা ও পুনর্গঠন কাজে ৩০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে ভারত। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের সময় ও এজেন্ডা থেকে এই অঞ্চলের ভূ-রাজনৈতিক বাস্তবতার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারত আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানানোর কয়েক দিন পর বৈঠকটি হয়েছে। গত নভেম্বরে মুম্বাইয়ে আফগান কনস্যুলেটে তালেবানের ভারপ্রাপ্ত কনসাল নিয়োগের মাসেই কাবুল সফর করেন ভারতের যুগ্ম পররাষ্ট্রসচিব।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক ঘটনাগুলো নয়াদিল্লি ও কাবুলের মধ্যকার গভীর সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। তবে এই পদক্ষেপ কৌশলগত পরিবর্তন না-ও হতে পারে বলে মনে করেন ভারতীয় থিংকট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের উপপরিচালক ও ফেলো কবির তানেজা। তাঁর মতে, অন্য প্রতিবেশীর মতো ভারতের জন্যও তালেবান একটি বাস্তবতা এবং আফগানিস্তান ও এর জনগণকে উপেক্ষা করা কোনো বিকল্প হতে পারে না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জিন্দাল স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহযোগী অধ্যাপক রাঘব শর্মা মনে করেন, এটি ভারতে পূর্ববর্তী নীতির ধারাবাহিকতা, যেখানে তারা তালেবানের সঙ্গে সম্পৃক্ত। তবে ভারত এই সম্পৃক্ততার গভীরতার কথা স্বীকার করতে চায় না। এই অঞ্চলে ভারতের সম্পৃক্ততা প্রয়োজন উল্লেখ করে রাঘব বলেন, তালেবানের সঙ্গে যোগাযোগের পথ খোলা রাখলে ভারতের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে নয়াদিল্লি। সূত্র : আলজাজিরা</span></span></span></span></p> <p> </p>