<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীনে ইউরেনিয়ামের নতুন একটি মজুদের সন্ধান পাওয়া গেছে। ফলে দেশটির ইউরেনিয়াম রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। গত শুক্রবার চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চায়না জিওলজিক্যাল সার্ভে (সিজিএস) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদমাধ্যম চায়না ডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২১ সাল থেকে চীন দেশব্যাপী ইউরেনিয়াম অনুসন্ধান তৎপরতা বাড়িয়ে দিয়েছে। মধ্য পশ্চিমাঞ্চলের অরদোস বেসিনের চিংছুয়ান এলাকায় নতুন মজুদটির সন্ধান পাওয়া গেছে। অরদোস বেসিন অঞ্চলটি প্রাকৃতিক গ্যাস, কয়লা, মিথেন এবং তেলসম্পদ সমৃদ্ধ। অরদোস বেসিনের বেলেপাথরের মধ্যে পাওয়া গেছে নতুন ইউরেনিয়ামের মজুদ। সিজিএস জানিয়েছে, এ ধরনের বিশেষ বেলেপাথর চীনজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে আছে।<br /> সূত্র : চায়না ডেইলি, গ্লোবাল টাইমস</span></span></span></span></p>