<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের আহবান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। গতকাল পাকিস্তানের ইসলামাবাদে মুসলিম দেশে নারী শিক্ষাবিষয়ক সম্মেলনে তিনি এই আহবান জানান। নারীদের অধিকারের ওপর তালেবানের আক্রমণের বিরুদ্ধে সত্যিকারের নেতৃত্ব প্রদর্শনের আহবান জানিয়ে মালালা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাদের বৈধতা দেবেন না। মুসলিম নেতা হিসেবে আপনাদের আওয়াজ তোলার এবং ক্ষমতা ব্যবহারের সময় এসেছে। আপনারা সত্যিকারের নেতৃত্ব দেখাতে পারেন। প্রকৃত ইসলাম দেখাতে পারেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ২৭ বছর বয়সী মালালা বলেন, তালেবান নারীদের মানুষ মনে করে না। নিজেদের অপরাধ ঢাকতে সাংস্কৃতিক ও ধর্মীয় ন্যায্যতার দোহাই দেয় তারা। সূত্র : এএফপি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>