<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিপজ্জনক ঝোড়ো বাতাসের গতি বাড়ার সতর্কতা জারি করেছেন। ফলে প্রাণঘাতী এই দাবানল নিয়ন্ত্রণের তেমন লক্ষণ দেখা যাচ্ছে না; বরং তা আরো ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে দাবানলে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা এএফপি গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভয়াবহ দাবানলে সপ্তম দিনের মতো যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটি জ্বলছে। দাবানলের কারণে সেখানকার বড় একটি অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গৃহহীন হয়েছে সেখানকার হাজার হাজার মানুষ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রেন্টউড ও অত্যন্ত ঘনবসতিপূর্ণ সান ফার্নান্দো উপত্যকার দিকে ছড়িয়ে পড়া এই দাবানলের বিস্তার ঠেকাতে অগ্নিনির্বাপণের জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এর পরও </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগুনের তীব্রতা ও জীবনের প্রতি হুমকিস্বরূপ পরিস্থিতির কারণে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আগামী কয়েক দিনে পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার দিনের শুরুতে বাতাসের গতি ঘণ্টায় ১১০ কিলোমিটারের বেশি উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা। এটা হলে পিডিএস বা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুনির্দিষ্ট বিপজ্জনক পরিস্থিতি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ঘোষণা করা হতে পারে, বলেছেন আবহাওয়া পরিষেবা অফিসের আবহাওয়াবিদ রোজ স্কোয়েনফিল্ড।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাতাসের এমন ঝোড়ো গতি দাবানলের শিখা আরো বাড়িয়ে দিতে পারে বলে অগ্নিনির্বাপণকর্মীরা সতর্ক করেছেন। এর ফলে নতুন নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লস অ্যাঞ্জেলেস কাউন্টি অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান অ্যান্টনি মারোনি বলেন, তাঁর বিভাগ আগুন নেভানোর কাজে পানি পরিবহনের জন্য কয়েক ডজন নতুন ট্রাক আর অগ্নিনির্বাপণকর্মী পেয়েছে। তারা নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা আশঙ্কা প্রকাশ করেছেন। মরদেহের সন্ধানে তল্লাশি কার্যক্রম চলছে বলেও জানিয়েছেন তিনি। এই কাজে ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে দাবানলের কারণে সৃষ্টি হওয়া সংকটময় পরিস্থিতিতেও লুটপাট চলছে। কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন অগ্নিনির্বাপণকর্মীদের পোশাক পরে লুটপাটে অংশ নিয়েছিল। সূত্র : এএফপি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>