<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরানের সেনাবাহিনীর ভাণ্ডারে গতকাল সোমবার এক হাজার নতুন অত্যাধুনিক ড্রোন যুক্ত হয়েছে। দেশটির আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিভিন্ন স্থানে ড্রোনগুলো পাঠানো হয়েছে। জানা গেছে, এগুলো রাডার ফাঁকি দেওয়ার উচ্চ প্রযুক্তি ও সুরক্ষাসম্পন্ন। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর আমলে ইরানের ওপর রাজনৈতিক চাপ আরো বাড়তে পারে। ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন সংঘর্ষের সম্ভাবনায় বাড়তি সতর্কতা নিচ্ছে তেহরান। নতুন ড্রোনগুলোর প্রায় দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। উচ্চ বিধ্বংসী ক্ষমতাসম্পন্ন চালকবিহীন এসব ড্রোন প্রতিপক্ষের রাডার ফাঁকি দিতেও সক্ষম। সূত্র : এরাব নিউজ</span></span></span></span></span></p>