<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশের তালিকা থেকে কমিউনিস্ট রাষ্ট্র কিউবাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেন। এক বন্দিমুক্তি চুক্তির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গত মঙ্গলবার নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এই ঘোষণার পর কিউবায় বিভিন্ন অপরাধে আটক ৫৫৩ জন বন্দির মুক্তির ঘোষণা দিয়েছে দেশটি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৯৮২ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান প্রথমবার কিউবাকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেন। ২০১৫ সালে সেই তালিকা থেকে কিউবাকে বাদ দেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে প্রথম মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প ভেনিজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে সহায়তার অভিযোগ এনে পুনরায় কিউবার নাম ওই তালিকায় যুক্ত করেন। যুক্তরাষ্ট্রের এই তালিকায় উত্তর কোরিয়া, সিরিয়া ও ইরানের সঙ্গেই রয়েছে কিউবার নাম। তবে ট্রাম্প ক্ষমতায় এসে এই সিদ্ধান্ত বাতিল করবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটি মূল্যায়ন সম্পন্ন হয়েছে। আমাদের কাছে এমন কোনো তথ্য নেই, যা কিউবাকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরেক কর্মকর্তা বলেন, তালিকা থেকে নাম অপসারণের বিনিময়ে অন্যায়ভাবে আটক ৫৫৩ বন্দিকে পর্যায়ক্রমে মুক্তি দেবে কিউবা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছয় দশকেরও বেশি সময় ধরে মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছে কিউবা। বিদ্যুৎবিভ্রাট ও খাদ্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বছর তিনেক আগে কিউবায় নজিরবিহীন বিক্ষোভ হয়। ওই সময় শত শত মানুষকে গ্রেপ্তার এবং কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়। বিক্ষোভের পেছনে ওয়াশিংটন কলকাঠি নেড়েছে বলে অভিযোগ করেছে হাভানা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই সিদ্ধান্ত নির্দিষ্ট কিছু জবরদস্তিমূলক ব্যবস্থার অবসান ঘটাবে, যা দেশটির অর্থনীতির ক্ষতি করেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে বাইডেনের এই সিদ্ধান্তের সমালোচনা করে ট্রাম্পের মিত্র মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য টেড ক্রুজ বলেন, আসন্ন ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকানদের দুর্বল করতে এই নীতিগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে তারা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর। এটি আমাদের প্রতিপক্ষের কাছে বার্তা পাঠায় যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও আগ্রাসন চালিয়ে যেতে তারা ডেমোক্র্যাট প্রশাসনের ওপর নির্ভর করতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি কিউবার সংকটময় অর্থনীতিকে পুনরুদ্ধারের পদক্ষেপও হতে পারে এটি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন কংগ্রেসকে কিউবা নিয়ে তাঁর পরিকল্পনা জানাবেন। এতে ট্রাম্পের আমলে কিউবার কয়েকজন নাগরিকের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা আছে। কিউবায় বাজেয়াপ্ত ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির মালিকানা দাবির ক্ষমতা সীমিত করার পরিকল্পনা করেছেন তিনি। সূত্র : বিবিসি, এএফপি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>