<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজার যুদ্ধবিরতি নিয়ে কাতারের রাজধানী দোহায় চলমান আলোচনা আশা জাগিয়েছে। এদিকে চলমান আলোচনার মধ্যেই ইসরায়েলি বাহিনী গাজায় হামলা জোরদার করেছে। গাজাজুড়ে চলমান ইসরায়েলি হামলায় এক দিনে প্রাণ হারিয়েছে ৬২ জন ফিলিস্তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা গতকাল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার কয়েকটি বাড়ি ও আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালালে এসব প্রাণহানির ঘটনা ঘটে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, মধ্যস্থতাকারী কাতার, মিসর, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েল ও হামাসের কর্মকর্তারাও বলেছেন, অবরুদ্ধ ছিটমহলে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য চুক্তির বিষয়ে সমঝোতা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক কাছে আছে। সূত্র : আলজাজিরা</span></span></span></span></span></p>