মণিপুরে যৌথ বাহিনীর অভিযান বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

  • আটটিরও বেশি জেলায় অভিযান চালানো হয়েছে
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মণিপুরে যৌথ বাহিনীর অভিযান বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের বেশ কয়েকটি জেলায় কয়েক দিন ধরে তল্লাশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। দেশটির সেনাবাহিনী, মণিপুর রাজ্য পুলিশ ও আসাম রাইফেলস এসব অভিযান চালায়। রাজ্যটির আটটিরও বেশি জেলায় চালানো এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মণিপুরের থৌবল, তেঙ্গনৌপল, বিষ্ণুপুর, চূড়াচাঁদপুর, পশ্চিম ইম্ফল, ননি, জিরিবাল ও কাকচিংয়ে এসব অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

বিভিন্ন দলে ভাগ হয়ে জেলাগুলোতে অভিযান চালানো হয়েছে। রাজ্যটির জেলাগুলোয় এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বিষ্ণুপুর জেলার চিরুগ্রাম থেকে অত্যাধুনিক স্নাইপার রাইফেল, ৯ এমএম পিস্তল, একনলা বন্দুক, গ্রেনেড ও প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বাংকার বানিয়ে লুকিয়ে রাখা ছিল এসব অস্ত্র ও বিস্ফোরক।
দেখে মনে হবে যেন কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে, এমনটাই দাবি করেছেন একজন পুলিশ কর্মকর্তা।

অন্যদিকে বিষ্ণুপুর ও চূড়াচাঁদপুর সীমানার কাছের এলাকাগুলো থেকেও মেশিনগান, পিস্তল, মর্টার ও গ্রেনেড লঞ্চার উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তেঙ্গনৌপল জেলায় অনুপ্রবেশকারীদের সম্পর্কে খবর পেতেই মূলত তল্লাশি অভিযানে গিয়েছিল যৌথ বাহিনী। ভারত-মায়ানমার সীমান্তের কাছে ইয়াঙ্গৌপোপকিতে কয়েকজন অনুপ্রবেশকারীকে আটক করেছেন আসাম রাইফেলসের সদস্যরা।

ননি জেলার মাওহিং থেকেও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছেন তাঁরা। থৌবল, জিরিবাম ও চান্দেল জেলাতেও অস্ত্রভাণ্ডার উদ্ধার করেছে যৌথ বাহিনী। পশ্চিম ইম্ফল, কাকচিং থেকেও হ্যান্ড গ্রেনেড, মর্টার, অত্যাধুনিক বন্দুক ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মণিপুরে গত ২০ জানুয়ারি যৌথ বাহিনীর তল্লাশি অভিযান শুরু হয়। ২৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যটির আটটি জেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে তারা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

মন্তব্য

সম্পর্কিত খবর

ধ্বংসস্তূপের মধ্যে বসে ফিলিস্তিনিরা একসঙ্গে ইফতার করেন

শেয়ার
ধ্বংসস্তূপের মধ্যে বসে ফিলিস্তিনিরা একসঙ্গে ইফতার করেন
গাজা সিটিতে গত রবিবার ধ্বংসস্তূপের মধ্যে বসে ফিলিস্তিনিরা একসঙ্গে ইফতার করেন। ইসরায়েলি বাহিনীর ১৫ মাসের বেশি সময় ধরে হামলায় ক্ষতবিক্ষত, রক্তাক্ত হয়েছে গাজা উপত্যকার এই শহরটি। ছবি : এএফপি
মন্তব্য
সংক্ষিপ্ত

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে নিহত ৬

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে নিহত ৬

পাকিস্তানে একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় গত রবিবার পাকিস্তানের পাঞ্জাবের গুজরাট শহরে এই ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় হামলাকারীরা একটি মোটরসাইকেলে করে এসে গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাটি শহরের মিয়ানা চক ডিঙ্গা শহরে ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরো জানায়, গাড়িতে থাকা ছয়জনকে হত্যা করার পর হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাটি ব্যক্তিগত শত্রুতার ফলে ঘটেছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো হাসপাতালে স্থানান্তর করে। নিহতদের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে।
নিহতরা হলেন জাহিদ নাজিম (৩০), মুবাশ্বির (২৬), জুনাইর (৩০), জাভেদ ইকবাল (৩৩), রুখসার (৩৫) এবং ২৬ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। ঘটনার পর পুলিশ বাহিনীর একটি দল পুরো এলাকা ঘিরে ফেলে দোষীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র জানান, ইন্সপেক্টর জেনারেল গুলি চালানোর ঘটনার খবর পেয়েছেন। সূত্র : জিও নিউজ

মন্তব্য
বললেন ট্রুডো

রাজা চার্লসের সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে কানাডার সার্বভৌমত্ব

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
রাজা চার্লসের সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে কানাডার সার্বভৌমত্ব

কানাডার বিদায়ি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তাঁর দেশের সার্বভৌমত্ব ইস্যুটি রাজা চার্লসের সঙ্গে বৈঠকে প্রাধান্য পাবে। গতকাল সোমবার ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে ট্রুডোর বৈঠক করার কথা।

গত রবিবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রুডো বলেছেন, তাঁর দেশের জনগণের জন্য সার্বভৌমত্ব ও স্বাধীনতার চেয়ে আর কিছু গুরুত্বপূর্ণ নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করার প্রসঙ্গে ট্রুডো এমন কথা বলেন।

কমনওয়েলভুক্ত দেশ কানাডারও প্রধান রাজা চার্লস। গত সপ্তাহে ট্রাম্পকে যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানান রাজা চার্লস। হোয়াইট হাউসে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। ট্রুডো এরই মধ্যে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন।
তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি তাঁর দায়িত্ব পালন করছেন। ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার মন্তব্য নিয়ে গত মাসে ট্রুডো বলেছিলেন, কানাডাকে দখলে নেওয়া সংক্রান্ত ট্রাম্পের মন্তব্য হেলাফেলার বিষয় নয়। এটি তাঁদের দেশের সমৃদ্ধ খনিজ সম্পদের সঙ্গে সম্পর্কযুক্ত। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কানাডা চাপের মুখে পড়েছে।
সূত্র : এএফপি, ডয়চে ভেলে

 

মন্তব্য

২৪ লাখ শিশুর প্রাণ বাঁচানো হ্যারিসনের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
২৪ লাখ শিশুর প্রাণ বাঁচানো হ্যারিসনের মৃত্যু
জেমস হ্যারিসন

বিশ্বের অন্যতম রক্তদাতা ছিলেন তিনি। তাঁর রক্তরসে বেঁচে গেছে ২৪ লাখ শিশুর প্রাণ। সেই জেমস হ্যারিসন ১৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি নার্সিং হোমে ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

হ্যারিসনের পরিবার গতকাল সোমবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় গোল্ডেন আর্ম হিসেবে পরিচিত হ্যারিসনের রক্তে বিরল অ্যান্টিবডি ছিল। যেসব অন্তঃসত্ত্বার রক্তে তাঁদের অনাগত শিশুদের সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে সেসব মায়েদের ওষুধ তৈরিতে অ্যান্টি-ডি ব্যবহৃত হয়।

হ্যারিসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্ট্রেলিয়ান রেডক্রস ব্লাড সার্ভিস বলেছে, ১৪ বছর বয়সে বুকে বড় ধরনের অস্ত্রোপচারের সময় রক্ত নেওয়ার পর তিনি রক্তদাতা হওয়ার অঙ্গীকার করেছিলেন।

হ্যারিসন ১৮ বছর বয়সে রক্তরস (প্লাজমা) দান শুরু করেছিলেন, ৮১ বছর বয়স পর্যন্ত তাঁর এই প্লাজমা দেওয়া অব্যাহত ছিল। দুই সপ্তাহ পর পর তিনি রক্ত দিতেন।

২০০৫ সালে হ্যারিসন রক্তের প্লাজমা দানের বিশ্বরেকর্ড গড়েছিলেন বলে বিবিসি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি ২০২২ সালে তাঁকে ছাড়িয়ে যাওয়ার আগ পর্যন্ত ওই রেকর্ড ধরে রেখেছিলেন হ্যারিসন।

হ্যারিসনের মেয়ে ট্রেসি মেলোশিপ বলেন, কোনো খরচ বা কষ্ট ছাড়াই বিপুলসংখ্যক মানুষের জীবন বাঁচাতে পেরে বাবা গর্ববোধ করতেন। সূত্র : বিবিসি

মন্তব্য

সর্বশেষ সংবাদ