<p>মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র এবং প্রতিদিনকার গোয়েন্দা তথ্য পাওয়ার সুবিধা বাতিল করা হচ্ছে। চার বছর আগে ট্রাম্পের সঙ্গে একই কাজ করেছিলেন বাইডেন। ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, জো বাইডেনের গোপনীয় তথ্য পাওয়ার সুবিধা অব্যাহত রাখার কোনো দরকার নেই। জো, ইউ আর ফায়ারড। ট্রাম্প এরই মধ্যে অর্ধশত সাবেক গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন। ওই কর্মকর্তারা ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের হয়ে কাজ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। গত শুক্রবার এক পোস্টে ট্রাম্প লেখেন, এই নজির ২০২১ সালেই সৃষ্টি হয়েছিল, যখন তিনি (বাইডেন) গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন ৪৫তম প্রেসিডেন্টকে (আমি) জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্যে প্রবেশাধিকার না দিতে, সাবেক প্রেসিডেন্টরা সাধারণত এই সম্মানটুকু পান। সংবেদনশীল তথ্যের ব্যাপারে বাইডেনকে বিশ্বাস করা যায় না। ট্রাম্পের পদক্ষেপ নিয়ে তাৎক্ষণিকভাবে বাইডেন কিংবা বাইডেন ট্যালেন্ট এজেন্সির কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। সূত্র : এএফপি</p> <p> </p>