ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুরের সব সড়ক-মহাসড়কে ৮ মার্চ থেকে সাধারণ মানুষের বিনা বাধায় চলাচল নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল শনিবার মণিপুরের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর তিনি এমন নির্দেশনা দেন। কেউ রাস্তা আটকানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলেছেন তিনি।
উত্তর-পূর্বের এই রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার পর থেকে প্রথম কোনো পর্যালোচনা বৈঠক করেছেন অমিত শাহ।
বৈঠকে লুট হওয়া সরকারি অস্ত্র ও বেআইনি অস্ত্র উদ্ধারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভল্লা এবং সরকারি কর্মকর্তারা। পাশাপাশি সামরিক ও আধাসামরিক বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে রাজ্যটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ্যটির স্বাভাবিক ছন্দ কিভাবে ফেরানো যায়, তা নিয়েও আলোচনা হয়। মণিপুরে দেড় বছরেরও বেশি সময় ধরে চলে আসা সহিংসতায় ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মণিপুরে গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির শাসন জারি হয়। মূলত রাজ্যপাল ভল্লাই মণিপুরের দায়িত্ব সামলাচ্ছেন। তিনি মণিপুরে লুট হওয়া অস্ত্র ও অবৈধ অস্ত্র জমা দেওয়ার সময়সীমা আরো এক সপ্তাহ বাড়িয়েছেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি