প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উন্মোচন করল উত্তর কোরিয়া। গত শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) নেতা কিম জং উনের জাহাজ নির্মাণ কারখানা পরিদর্শনের খবর প্রকাশ করে। এ সময় ‘পারমাণবিক শক্তিচালিত কৌশলগত ক্ষেপণাস্ত্র সাবমেরিন’ ছবি প্রকাশ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি করছে উত্তর কোরিয়া।
এই অস্ত্র ব্যবস্থা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছে পশ্চিমারা। সাবমেরিনটির বিস্তারিত বিবরণ দেয়নি কেসিএনএ। কিম জং উনকে এর নির্মাণকাজ সম্পর্কে অবহিত করা হয়েছে।
সিউলের হানইয়াং বিশ্ববিদ্যালয়ের সাবমেরিন বিশেষজ্ঞ মুন কেউন-সিক বলেছেন, এটি সম্ভবত ছয় হাজার থেকে সাত হাজার টন ওজনের একটি সাবমেরিন, যা প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।
তিনি বলেন, ‘কৌশলগত ক্ষেপণাস্ত্র’ শব্দটি ব্যবহারের অর্থ হলো এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এটি আমাদের ও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ।’
মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজস বলেছেন, ‘আমরা এই দাবিগুলো সম্পর্কে সচেতন, তবে এই মুহূর্তে আরো তথ্য দেওয়ার মতো কিছু নেই।’ তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতিবদ্ধ।
’
এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মহড়ার জেরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গতকাল সোমবার কোরীয় উপদ্বীপের পশ্চিমাঞ্চল থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে ‘বিপজ্জনক উসকানিমূলক কাজ’ বলে অভিহিত করে উত্তর কোরিয়া বলেছে, এটি দুর্ঘটনাক্রমে সংঘাতের ঝুঁকি উসকে দিতে পারে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চল থেকে পীত সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে। সূত্র : এএফপি, রয়টার্স