প্রথমবার পারমাণবিক সাবমেরিন উন্মোচন উ. কোরিয়ার

  • এই সাবমেরিন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
প্রথমবার পারমাণবিক সাবমেরিন উন্মোচন উ. কোরিয়ার

প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উন্মোচন করল উত্তর  কোরিয়া। গত শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) নেতা কিম জং উনের জাহাজ নির্মাণ কারখানা পরিদর্শনের খবর প্রকাশ করে। এ সময় পারমাণবিক শক্তিচালিত কৌশলগত ক্ষেপণাস্ত্র সাবমেরিন ছবি প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি করছে উত্তর কোরিয়া।

এই অস্ত্র ব্যবস্থা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছে পশ্চিমারা। সাবমেরিনটির বিস্তারিত বিবরণ দেয়নি কেসিএনএ। কিম জং উনকে এর নির্মাণকাজ সম্পর্কে অবহিত করা হয়েছে।

সিউলের হানইয়াং বিশ্ববিদ্যালয়ের সাবমেরিন বিশেষজ্ঞ মুন কেউন-সিক বলেছেন, এটি সম্ভবত ছয় হাজার থেকে সাত হাজার টন ওজনের একটি সাবমেরিন, যা প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।

তিনি বলেন, কৌশলগত ক্ষেপণাস্ত্র শব্দটি ব্যবহারের অর্থ হলো এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এটি আমাদের ও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ।

মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজস বলেছেন, আমরা এই দাবিগুলো সম্পর্কে সচেতন, তবে এই মুহূর্তে আরো তথ্য  দেওয়ার মতো কিছু নেই। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মহড়ার জেরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গতকাল সোমবার কোরীয় উপদ্বীপের পশ্চিমাঞ্চল থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে বিপজ্জনক উসকানিমূলক কাজ বলে অভিহিত করে উত্তর কোরিয়া বলেছে, এটি দুর্ঘটনাক্রমে সংঘাতের ঝুঁকি উসকে দিতে পারে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চল থেকে পীত সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে।  সূত্র : এএফপি, রয়টার্স

মন্তব্য

সম্পর্কিত খবর

লন্ডনে ফিলিস্তিনপন্থীদের মিছিলে স্লোগান তোলেন এক তরুণী

শেয়ার
লন্ডনে ফিলিস্তিনপন্থীদের মিছিলে স্লোগান তোলেন এক তরুণী
যুক্তরাজ্যের লন্ডনে গতকাল ফিলিস্তিনপন্থীদের মিছিলে স্লোগান তোলেন এক তরুণী। মিছিলে গাজায় ইসরায়েলের অবরোধ ও পশ্চিম তীরে আক্রমণ বন্ধের দাবি তোলা হয়। ছবি : এএফপি
মন্তব্য

ইরাক-সিরিয়ার আইএস প্রধান নিহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইরাক-সিরিয়ার আইএস প্রধান নিহত

মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী এবং ইরাকের নিরাপত্তা বাহিনীর অভিযানে ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবদাল্লাহ মাক্কি মুসলিহ আল-রিফাই নিহত হয়েছেন। তিনি আবু খাদিজাহ নামেও পরিচিত। ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাদের সাহসী যোদ্ধারা তাঁকে (আল-রিফাই) নিরলসভাবে তাড়া করেছিলেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, গত বৃহস্পতিবার তারা ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে বিমান হামলা চালিয়েছে।

এতে সেখানে আইএস সদস্যদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আল-রিফাই নিহত হয়েছেন। সেখানে তাঁকে আরেক আইএস সদস্যের সঙ্গে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাঁরা দুজনই অবিস্ফোরিত আত্মঘাতী জ্যাকেট পরে ছিলেন। সূত্র : বিবিসি, আলজাজিরা

মন্তব্য

ট্রাম্পকে ঘৃণা করায় রাষ্ট্রদূতকে বহিষ্কার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ট্রাম্পকে ঘৃণা করায় রাষ্ট্রদূতকে বহিষ্কার
ইব্রাহিম রাসুল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করার অভিযোগ এনে ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে আর স্বাগত জানানো হবে না। এই রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত হিসেবে বিবেচনা করা হয়েছে বলেও তিনি জানান। রুবিও অভিযোগ তোলেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রেসিডেন্টকে ঘৃণা করেন।

কাজেই তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কোনো আলোচনা নেই বলেও জানিয়ে দেন তিনি। ওয়াশিংটন ও প্রিটোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় সর্বশেষ সংযোজন এই পদক্ষেপ। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় মার্কিন সহায়তা বন্ধ করে দেন। সূত্র : আলজাজিরা

মন্তব্য
সংক্ষিপ্ত

যানজট নিরসনের সমাধান দিলে বৃত্তি

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যানজট নিরসনের সমাধান দিলে বৃত্তি

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে যানজট প্রকট আকার ধারণ করছে। যানজট সমস্যার সমাধানে তরুণ উদ্ভাবকদের প্রতি আহবান জানিয়েছে নগর কর্তৃপক্ষ। দুবাইয়ের যানজট সমস্যার সমাধান দিতে পারলে তরুণ উদ্ভাবকদের ৫০ হাজার দিরহাম (প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা) পর্যন্ত বৃত্তি দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই শহরের ট্রাফিক বিশৃঙ্খলা মোকাবেলা এবং নির্বিঘ্নে যানবাহন চলাচলের যুগান্তকারী আইডিয়া উপস্থাপন করতে পারলে ৫০ হাজার দিরহাম পর্যন্ত বৃত্তি, পরামর্শ ও তহবিল দেওয়া হবে।

বৃত্তির জন্য নির্বাচিত অংশগ্রহণকারীরা তাঁদের ধারণা বাস্তবে রূপান্তর করতে বিনামূল্যে কর্মক্ষেত্র, ভিসা সহায়তা, লাইসেন্স ও বিশেষজ্ঞ পরামর্শ পাবেন। দুবাই কমিউনিটি ডেভেলপমেন্ট অথরিটির অংশীদারিতে চালু এই উদ্যোগ ২০ থেকে ৩০ বছর বয়সী আমিরাতি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত। সূত্র : জিও নিউজ

মন্তব্য

সর্বশেষ সংবাদ