গাজা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রসঙ্গে আলোচকরা কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন বলে এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন। কারণ কাতারের দোহায় অনুষ্ঠিত বৈঠকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের দাবিদাওয়াকে ‘সম্পূর্ণ অবাস্তব’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
গত ১ মার্চ গাজার যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদের সময়সীমা শেষ হয়েছে। এখন এই যুদ্ধবিরতিকে এগিয়ে নেওয়ার পথ খুঁজতে মধ্যস্ততাকারীরা চেষ্টা চালাচ্ছেন।
হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করতে চাইলেও তাতে সম্মত নয় ইসরায়েল। ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রথম মেয়াদ মধ্য এপ্রিল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে।
এই সময়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আরো জিম্মি-ফিলিস্তিনি কারাবন্দি মুক্তির বিষয়টি প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, যে পরোক্ষ আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের পরিকল্পিত চুক্তির মূল দিকগুলো নিয়ে ইসরায়েল এবং হামাস দ্বিমত পোষণ করেছে।
হোয়াইট হাউস অভিযোগ করেছে, উইটকফের প্রস্তাবের প্রতিক্রিয়ায় হামাস সম্পূর্ণ অবাস্তব দাবি তুলেছে। গত শুক্রবার এক ইসরায়েলি-আমেরিকান জিম্মির মুক্তি ও আরো চার মরদেহ হস্তান্তরে সম্মত হয় হামাস।
উইটকফ অভিযোগ করেন, হামাস জনসমক্ষে নমনীয়তা দেখালেও একান্তভাবে যেসব দাবিদাওয়া তুলছে তা স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া সম্পূর্ণ অসম্ভব। ইসরায়েল এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, প্রধানমন্ত্রী ইসরায়েলি আলোচক দলের কাছ থেকে এসংক্রান্ত প্রতিবেদন গ্রহণ করবেন। গতকাল শনিবার নেতানিয়াহুর এই প্রতিবেদন গ্রহণের কথা।
পাঁচ ফিলিস্তিনি নিহত
গাজা সিটিতে গতকাল ইসরায়েলি ড্রোন হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে গাজায় উপকূলের কাছে ইসরায়েলি নৌবাহিনী এক ফিলিস্তিনিকে হত্যা করেছে।
সূত্র : আলজাজিরা, বিবিসি