সাহরির আগে মুসাহারাতির বাজনা শুনছে নারী-পুরুষ ও শিশুরা
শেয়ার
মিসরের রাজধানী কায়রোতে একটি এলাকায় গতকাল সাহরির আগে মোহাম্মদ নামের এক মুসাহারাতির বাজনা শুনছে নারী-পুরুষ ও শিশুরা। দেশটিতে রমজানে সাহরি খেতে লোকজনকে ঘুম থেকে ওঠানোর জন্য ডাকেন মুসাহারাতিরা। ছবি : এএফপি