জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার বৈঠক

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার বৈঠক

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে পূর্ব এশিয়ার নিরাপত্তা এবং অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে অভিন্ন ভিত্তি স্থাপনে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ কূটনীতিকরা বৈঠক করেছেন। গতকাল জাপানের রাজধানী টোকিওতে এই বৈঠক হয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইউলের সঙ্গে বৈঠকের শুরুতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া বলেন, বৈঠকে তিন কূটনীতিক জাপানে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি ত্বরান্বিত করতে সম্মত হয়েছেন। টোকিও, বেইজিং সিউল কিভাবে ক্রমহ্রাসমান জন্মহার এবং বয়স্ক জনসংখ্যা মোকাবেলা করতে পারে সে বিষয়ে ওই সম্মেলনে আলোচনা হবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, আমাদের তিনটি দেশের সম্মিলিত জনসংখ্যা প্রায় ১.৬ বিলিয়ন এবং অর্থনৈতিক উৎপাদন ২৪ ট্রিলিয়ন ডলারেরও বেশি। আমাদের বিশাল বাজার এবং বিপুল সম্ভাবনার মাধ্যমে আমরা উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারি। চীন তার প্রতিবেশীদের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা ফের শুরু করতে এবং ১৫টি দেশের জোট রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপের সদস্য বাড়াতে চায়। সূত্র : সিএনবিসি

মন্তব্য

সম্পর্কিত খবর

কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ২৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে কানাডাকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি মোকাবেলার অঙ্গীকার করেছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জায়গায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা কার্নিকে বেছে নিয়েছিল কানাডার মধ্যপন্থী লিবারেল পার্টি। যদিও তিনি কখনো দেশটির জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

আগামী অক্টোবরে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে সেই নির্বাচন কয়েক মাস এগিয়ে আনার মধ্য দিয়ে তিনি স্পষ্ট করেছেন যে, ট্রাম্পের ক্রমাগত হুমকি এবং বাণিজ্য যুদ্ধই হবে তাঁর প্রচারণার মূল বিষয়।

গতকাল রবিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কার্নি বলেন, আমি গভর্নর জেনারেলকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার এবং আগামী ২৮ এপ্রিল নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়েছি। তিনি সম্মতি দিয়েছেন।

কার্নি আরো বলেন, ট্রাম্প আমাদের বিভক্ত করতে চান, যাতে আমেরিকা আমাদের মালিক হতে পারে। আমরা তা হতে দেব না। প্রেসিডেন্ট ট্রাম্পের অযৌক্তিক বাণিজ্যিক পদক্ষেপ এবং সার্বভৌমত্বের প্রতি তাঁর হুমকির কারণে আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটের মুখোমুখি। আমাদের প্রতিক্রিয়া হওয়া উচিত একটি শক্তিশালী অর্থনীতি এবং আরো নিরাপদ কানাডা গড়ে তোলা।

এক দশক ক্ষমতায় থাকা লিবারেল সরকারের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। কিন্তু দেশপ্রেমের ঢেউ তুলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে মুখিয়ে আছেন কার্নি।

কানাডার নির্বাচনে সাধারণত জীবনযাত্রার ব্যয় এবং অভিবাসনের মতো অভ্যন্তরীণ বিষয় প্রাধান্য পেয়ে থাকে। তবে এবার তালিকার শীর্ষে রয়েছেকে ট্রাম্পকে ভালোভাবে মোকাবেলা করতে পারবেন।

ব্যাপক সমালোচনার মুখে ট্রুডো ক্ষমতা থেকে সরে দাঁড়ান।

এরপর বিরোধী দল কনজারভেটিভ পার্টির পিয়েরে পইলিভর আলোচনায় চলে আসেন। কয়েক সপ্তাহ আগেও জনমত জরিপে এগিয়ে ছিলেন তিনি। তবে লিবারেলদের ক্ষমতা নেওয়ার পর সেই ব্যবধান ঘুচিয়ে এনেছেন কার্নি।

সিবিসি নিউজ পোল ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত লিবারেল পার্টি ৩৭.৫ শতাংশ সমর্থন নিয়ে এগিয়েছিল। অন্যদিকে কনজারভেটিভদের প্রতি সমর্থন ছিল ৩৭.১ শতাংশ ভোটারের।

জগমিত সিংয়ের নেতৃত্বাধীন বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টির প্রতি ১১.৬ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে।

দলগুলো কানাডার আইনসভার নিম্নকক্ষ হাউস অব কমনসের ৩৪৩টি আসনে লড়াই করবে। যে দল সবচেয়ে বেশি আসন পাবে তাদেরই সাধারণত সরকার গঠন করতে বলা হয়। আর ওই দলের নেতাই প্রধানমন্ত্রী হয়ে থাকেন। সূত্র : এএফপি, আলজাজিরা

মন্তব্য

চোরের পেট থেকে হীরার দুল উদ্ধার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
চোরের পেট থেকে হীরার দুল উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের পুলিশ এক সন্দেহভাজন ব্যক্তির পেট থেকে দুই জোড়া হীরার কানের দুল উদ্ধার করেছে। এগুলোর মোট মূল্য সাত লাখ ৬৯ হাজার ৫০০ মার্কিন ডলার। অরল্যান্ডো পুলিশ বিভাগ জানায়, ৩২ বছর বয়সী জেথান গিল্ডার ২৬ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়ার সময় টিফানি অ্যান্ড কম্পানির হীরার দুল গিলে ফেলেন। গিল্ডার দোকানের কর্মীদের বিভ্রান্ত করে দুলগুলো চুরি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

তদন্তকারীরা তাঁকে স্থানীয় এক হাসপাতালে দুই সপ্তাহের বেশি সময় ধরে পর্যবেক্ষণে রাখেন, যতক্ষণ না দুলগুলো তাঁর শরীর থেকে বের হয়। গিল্ডারের বিরুদ্ধে বড় ধরনের চুরির অভিযোগ আনা হয়েছে। সূত্র : বিবিসি

মন্তব্য

ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
ইলন মাস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সহযোগী বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হয়েছে। গত শনিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যে টেসলার একটি ডিলারশিপের বাইরে শ খানেক মানুষ নেচে-গেয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন। কেন্দ্রীয় সরকারের ব্যয় হ্রাস পরিকল্পনার অংশ হিসেবে ফেডারেল কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ জন্য ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) নামের একটি বিভাগ চালু করেন তিনি।

এর নেতৃত্বে রয়েছেন মার্কিন ধনকুবের মাস্ক। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ২০ লাখের বেশি কর্মী আছেন। এই বিভাগটি এরই মধ্যে এক লাখের বেশি কর্মীকে চাকরিচ্যুত করেছে। এ ছাড়া বিদেশি সহায়তা বন্ধ এবং হাজারো কর্মসূচি ও চুক্তি বাতিলের চাপ দিচ্ছে ডিওজিই।
বিক্ষোভে অংশ নেওয়া মেলিসা নাটসন বলেন, আমরা আনন্দের সঙ্গে এখানে আসছি এবং অন্যদের দেখাচ্ছি যে তাঁরা একা নন। লস অ্যাঞ্জেলেস  ও আরো কয়েকটি শহরে ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। সূত্র : রয়টার্স

 

মন্তব্য
সংক্ষিপ্ত

হাসপাতাল ছাড়ছেন পোপ ফ্রান্সিস

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
হাসপাতাল ছাড়ছেন পোপ ফ্রান্সিস
পোপ ফ্রান্সিস

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে তাঁর বাসভবনে ফিরছেন। গতকাল রবিবার তাঁর চিকিৎসকরা জানিয়েছেন, ওই দিনই তিনি হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরবেন। ৮৮ বছর বয়সী ক্যাথলিক চার্চের প্রধান চিকিৎসক সার্জিও আলফিয়েরি জানান, পোপ গত শনিবার বলেছেন, তাঁর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছে শুনে তিনি খুব খুশি হয়েছেন। রবিবার তিনি রোমের জেমেলি হাসপাতাল ছেড়ে যাবেন বলে আগের দিনই জানান।

তবে আলফিয়েরি সতর্ক করেছেন, পোপ ফ্রান্সিসের সুস্থ হতে এখনো অন্তত দুই মাস লাগবে। যুবক বয়সে পোপের ফুসফুসের একাংশ অপসারণ করা হয়েছিল। স্থানীয় সময় রবিবার বিকেলে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভ্যাটিকান সিটি জানিয়েছে, হাসপাতালের বাইরে শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদ করবেন পোপ।
তাদের উদ্দেশে হাতও নাড়বেন তিনি। সূত্র : এএফপি

মন্তব্য

সর্বশেষ সংবাদ