<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয় গত ৮ আগস্ট। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস বলেন, অরাজকতার বিষবাষ্প যারা ছড়াবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে। সব অপরাধীর বিচার করা হবে। অন্তর্বর্তী সরকারের তিন মাসে এসে দেখা যাচ্ছে, সেই বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। পতিত স্বৈরাচারী সরকারের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দ্রুত বিচারের আওতায় আনা গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ দেশের মানুষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সুশাসন, বৈষম্যহীন সমাজ, সমৃদ্ধি, শান্তি-শৃঙ্খলা আর ন্যায্যতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। কারণ বাংলাদেশের রাজনীতি এক চরম দুঃসময় পার করে এসেছে। রাজনীতিতে অর্থ আর পেশিশক্তির ক্রমবর্ধমান প্রভাব দেখেছে। রাজনীতিতে আদর্শ, জনকল্যাণ, আত্মত্যাগ ও নৈতিকতা ক্রমেই দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। আদর্শচ্যুত রাজনীতির কাছ থেকে সমাজ ও দেশ কিছু আশা করতে পারে না, তাতে বরং গণতান্ত্রিক চর্চা বিঘ্নিত হয়। গঠনমূলক সমালোচনা না থাকলে জবাবদিহি থাকে না। রাজনৈতিক দায়িত্বশীলতা দল ও নেতৃত্বকে পরিশুদ্ধ করে। জনস্বার্থ উপেক্ষিত হওয়ায় অনেক ক্ষেত্রে রাজনীতির ওপর বীতশ্রদ্ধ হয়েছে সাধারণ মানুষ। সেই পরিপ্রেক্ষিতে সরকার কতটা জনপ্রত্যাশা পূরণ করতে পারল?</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠে গতকাল প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রশাসন এখনো স্বৈরাচারের দোসরমুক্ত হতে পারেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক নয়। সমালোচনা থাকলেও এই সরকারের প্রতি আস্থাশীল জনগণ। বিশেষজ্ঞরা বলছেন, গত তিন মাসে ভঙ্গুর সামষ্টিক অর্থনীতিতে খানিকটা শৃঙ্খলা ফিরেছে। তাঁদের মতে, অর্থনীতির ক্ষেত্রেও এই সরকারের সাফল্য দৃশ্যমান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য তুলে ধরে কালের কণ্ঠে প্রকাশিত খবরে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের বাণিজ্য ঘাটতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমে এসেছে। গত অর্থবছরের প্রথম তিন মাসে পণ্য রপ্তানি থেকে ১০.০৫ বিলিয়ন ডলার আয় হয়েছিল। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ কমে ৪.৬৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে। চলতি বছরে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসে রেমিট্যান্স এসেছে ৭.০৪ বিলিয়ন ডলার। গত বছরের এই তিন মাসে রেমিট্যান্স এসেছিল ৪.৯ বিলিয়ন ডলার। অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তিন মাসে রেমিট্যান্স ২.১৩ বিলিয়ন ডলার বা ৪৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে সরকারের পতনের পর ব্যাংক খাত ঘিরে সৃষ্ট নানা অনিয়মের তথ্য প্রকাশ্যে আসায় ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছিল সাধারণ মানুষ। এখন রাজনৈতিক অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। ফলে হাতে রাখা টাকা আবারও ব্যাংকে জমা করছে মানুষ। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত সেপ্টেম্বরে মানুষের হাতে থাকা প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যাংক খাতে ফিরেছে। এতে ব্যাংকে রাখা আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.৪১ লাখ কোটি টাকায়। ভালো ব্যাংকগুলোতে ডিপোজিট অনেক বেড়েছে। দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে গ্রাহকদের আস্থা কিছুটা ফিরেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত তিন মাসে এটা স্পষ্ট হয়েছে যে রাজনীতিসহ রাষ্ট্রের সর্বক্ষেত্রে সংস্কার প্রয়োজন। এরই মধ্যে রাষ্ট্র সংস্কারে কমিশন গঠন করা হয়েছে। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলও মনে করছে, অন্তর্বর্তী সরকার কার্যকর ভূমিকা রাখছে। জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করাও সম্ভব হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জনগণের প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সচেষ্ট হবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করবে। দারিদ্র্য নির্মূল করে জীবনমানের উন্নয়ন ঘটাবে। সবার আন্তরিক চেষ্টায় বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটাই আমাদের প্রত্যাশা।</span></span></span></span></p> <p> </p>