<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার কারণে বাংলাদেশের ব্যাংক খাত বড় ধরনের সমস্যায় পড়েছে। সরকার এই খাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে। কিছু ব্যাংকের ম্যানেজমেন্ট খারাপ ছিল, গভর্ন্যান্সে সমস্যা ছিল। সরকারের নেওয়া উদ্যোগের ফলে বেশ কিছু ব্যাংক আগের ধারাবাহিকতায় ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোনো ব্যাংক বন্ধ করে দেওয়া হবে না। আমানতকারীদের সুরক্ষা দেওয়া হবে। ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনাই সরকারের অন্যতম লক্ষ্য। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠে গতকাল প্রকাশিত এক খবরে বলা হয়েছে, টাকা ফেরত দেওয়ার চাপে আছে আরো অন্তত ১০টি বাণিজ্যিক ব্যাংক। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলে ১১টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। নামে-বেনামে টাকা বের করে নেওয়ায় তীব্র তারল্য সংকট তৈরি হয়েছে ব্যাংকগুলোতে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের সিআরআর ও এসএলআর রাখতে ব্যর্থ হচ্ছে। পাশাপাশি কিছু ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাবেও ঘাটতি তৈরি হয়েছিল। টাকা ছাপিয়ে বিশেষ সুবিধা এখন বন্ধ করে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর। এই অবস্থায় সাময়িক সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। তারল্য সংকটে থাকা দুর্বল তিন ব্যাংককে ২৬৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল চার ব্যাংক। এর আগে গত সপ্তাহে তারল্য ঘাটতি মেটাতে দুর্বল সাত ব্যাংককে ছয় হাজার ৫৮৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল ১০ ব্যাংক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের সব অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় ব্যাংকের মাধ্যমে। দেশের টেকসই অর্থনৈতিক উন্নতির পূর্বশর্ত হলো ভালো মানের ব্যাংকিং খাত। অথচ এই খাতের মান বজায় রাখা সম্ভব হয়নি। এই খাতে একেবারেই নজর দেওয়া হয়নি। নানা অনিয়মে দেশের ব্যাংকিং খাত এখন সমস্যা জর্জরিত। ব্যাংক খাতকে দেশের অর্থনীতিতে রক্ত সঞ্চালনের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। ভালো মানের ব্যাংকিং ব্যবস্থা ছাড়া দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করা সম্ভব নয়। দুর্বল ব্যাংকিং খাতের কারণে শক্তিশালী অর্থনীতিও যে দুর্বল হয়ে যেতে পারে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যাংক খাতে কর্মসংস্থান ও বিনিয়োগের বিষয়টি জড়িত। আমাদের দেশে ব্যাংক খাতের প্রধান সমস্যাগুলো হচ্ছে খেলাপি ঋণ, সুশাসনের অভাব এবং নজরদারি ও নিয়ন্ত্রণ জনিত সমস্যা। ব্যাংক বন্ধ করে দিলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে। কাজেই বন্ধ করার পথে না গিয়ে ব্যাংকে সুশাসনের বাধ্যবাধকতা তৈরি করা দরকার। ব্যাংক খাতে দ্রুত সংস্কার দরকার।</span></span></span></span></p> <p> </p>