<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটি দেশের অর্থনীতির গতি-প্রকৃতি অনেকটাই নির্ভর করে সে দেশের ব্যাংকিং কার্যক্রমের ওপর। সুস্থ ধারার ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকলে মানুষ স্বস্তিতে থাকে, বিনিয়োগে আগ্রহ বাড়ে, অর্থনীতি গতিশীল হয়। নিকট অতীতে দেশের ব্যাংকিং খাতে এক ধরনের নৈরাজ্য চলছিল। উচ্চ মূল্যস্ফীতি, নির্বাচনকেন্দ্রিক অনিশ্চয়তা, রাজনৈতিক অস্থিরতা, অত্যধিক খেলাপি ঋণ, ব্যাংক মার্জারসহ অন্যান্য কারণে প্রায় এক বছর ধরেই ব্যাংকের ওপর মানুষের আস্থা কমছিল। মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নিজের কাছে রাখছিল। কালের কণ্ঠে গতকাল প্রকাশিত খবরে বলা হয়েছে, চরম তারল্য সংকটে আছে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার পেয়েও সংকট কাটাতে পারছে না ব্যাংকগুলো। ফলে গ্রাহকের চাহিদামতো টাকা দিতে পারছে না এসব ব্যাংক। হাজারো গ্রাহক এখন বেশ কয়েকটি ব্যাংক থেকে জরুরি দরকারে নিজের অর্থ তুলতে পারছেন না। এমনকি কিছু ব্যাংকার যেমন নিজের বেতনের টাকাও তুলতে পারছেন না, তেমনি এসব ব্যাংকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্যালারি অ্যাকাউন্ট</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> থাকা অন্য প্রতিষ্ঠানের কর্মীদেরও টাকা পেতে নাজেহাল হতে হচ্ছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রাহকদের নিয়মিত টাকা ফেরত দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে অনেক ব্যাংক। নগদ টাকা তুলতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। প্রয়োজনমতো অর্থ তুলতে না পারায় ব্যবসার পরিচালন ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এমনকি এলসি নিয়েও সমস্যা হচ্ছে। অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, ব্যাংক খাতে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা তারল্য সংকট। বিশ্লেষকরা বলছেন, বছরের পর বছর ধরে হওয়া অনিয়মের জের টানছে ব্যাংক খাত। কয়েক দশক ধরে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা হলেও যথাযথ পদক্ষেপ নেয়নি সরকার। খেলাপি ঋণ আর লুটপাটে অনেক ব্যাংককে রুগ্ণ করে ফেলা হয়েছে, কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। কালের কণ্ঠে প্রকাশিত খবরে বলা হয়েছে, একের পর এক অনিয়ম ও জালিয়াতির কারণে ব্যাংক খাতে যেকোনো সময়ের চেয়ে এখন খেলাপি ঋণ বেশি। আমাদের দেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা মাত্রাতিরিক্ত খেলাপি ঋণ। ঋণখেলাপিদের নিয়ে বহু বছর ধরে বহু কথা বলা হলেও বাস্তবে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। বাংলাদেশের ব্যাংকিং খাতে অনেক দিন ধরেই ঋণের নামে রীতিমতো লুটপাট চলে এসেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রশ্ন হচ্ছে, ব্যাংকগুলো টাকা ফেরত দিতে না পারার দায় এককভাবে শুধু ব্যাংকগুলোর? লাইসেন্সদাতা প্রতিষ্ঠান এবং আমানতের সুরক্ষার দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওপরেও কি দায়িত্ব বর্তায় না? গত ১৫ বছর ব্যাংক খাতের অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে কী করেছে বাংলাদেশ ব্যাংক? অবশ্য বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেছেন, ব্যাংকগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে সে জন্য কেন্দ্রীয় ব্যাংক গ্যারান্টির সুবিধা অব্যাহত রেখেছে। একটু সময় দিতে হবে। তিনি এই বলে আশ্বস্ত করেছেন যে ব্যাংকে গ্রাহকের আমানতের টাকা নিয়ে আতঙ্কের কিছুই নেই। সবাই তার আমানতের টাকা ফিরে পাবেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের সঠিক নেতৃত্ব এবং বাংলাদেশ ব্যাংকের গৃহীত নীতি ও পদক্ষেপে ব্যাংকের তারল্য সংকট কেটে যাবে, টাকা তুলতে গিয়ে গ্রাহকদের হয়রানির শিকার হতে হবে না</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটাই আমাদের প্রত্যাশা।</span></span></span></span></p> <p> </p>