<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও প্রগতিকামী সংবাদপত্র কালের কণ্ঠের জন্মদিন আজ। দেখতে দেখতে ১৫টি বছর পার করে ১৬তম বছরে পা রাখল কালের কণ্ঠ। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আংশিক নয় পুরো সত্য</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই অঙ্গীকার নিয়ে ২০১০ সালের ১০ জানুয়ারি শুরু হয়েছিল কালের কণ্ঠের পথচলা। পাথেয় ছিল মুক্তিযুদ্ধের আদর্শ। পাঠকের ভালোবাসায় নন্দিত পথচলা আজও অব্যাহত আছে। এই সময়ে কালের কণ্ঠ মানুষের অকল্পনীয় ভালোবাসা ও সমর্থন পেয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে কালের কণ্ঠ সত্যকে সত্য হিসেবেই তুলে ধরেছে। পাঠকদের আস্থা আর ভালোবাসাকে সঙ্গী করে সদর্পে এগিয়েছে। ভবিষ্যতেও একইভাবে এবং একই ধারায় কালের কণ্ঠ এগিয়ে যাবে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটিই আমাদের প্রত্যাশা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দৈনিক কালের কণ্ঠ গণমানুষের কথা বলে। একই সঙ্গে সমাজ ও দেশের সার্বিক কল্যাণের কথা ভাবে। সমাজ প্রগতির অব্যাহত সংগ্রামে কালের কণ্ঠ অগ্রগামী সৈনিকের ভূমিকা নিয়েছে। কালের কণ্ঠ সচেতনভাবেই অনেক সামাজিক দায়িত্ব পালন করেছে। মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী নির্যাতনসহ নানা অপরাধ তৎপরতার বিরুদ্ধে কালের কণ্ঠ সব সময় ছিল সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা ও মুক্তবুদ্ধি চর্চার ক্ষেত্রে কালের কণ্ঠ স্বকীয়তার পরিচয় দিয়েছে। কালের কণ্ঠ কোনো হুমকির কাছে মাথা নত করেনি; কোনো বাধাকে গ্রাহ্য করেনি। দেশ ও দেশের মানুষের স্বার্থবিরোধী কিংবা অনৈতিক কিছুকে কখনো প্রশ্রয় দেয়নি। মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখার কাজটি সাহস ও দৃঢ়তার সঙ্গে করে যাচ্ছে। ২০১১ সালে আমরা নারী মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়েছিলাম। ২০১২ সালে সম্মাননা প্রদান করা হয়েছে শহীদ জননীদের, যাঁরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে উৎসর্গ করেছিলেন তাঁদের সন্তানদের। সম্মাননা দেওয়া হয়েছে সেই বীর নারীদের, যাঁরা মুক্তিযুদ্ধে অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন। নবম জন্মদিনে সম্মান জানানো হয় অসম সাহসী ১০ বীর মুক্তিযোদ্ধাকে, যাঁরা জীবন বাজি রেখেছিলেন যুদ্ধের ময়দানে। ২০১৯ সালে আমরা সম্মান জানিয়েছি সেই শিক্ষকদের, যাঁরা তাঁদের শিক্ষার্থীদের মধ্যে জীবনের স্বপ্ন বুনে দিয়েছেন। ২০২০ সালেও নানা ক্ষেত্রে অবদানের জন্য ২৫ জন গুণী মানুষকে সম্মাননা জানানো হয়েছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষ থেকে। অন্যদিকে ঢাকার বাইরে সম্মাননা জানানো হয় দেশের সেই কৃতী সন্তানদের, যাঁরা ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। চলতি বছর দেশে সরকার পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনে অনেক রক্ত ঝরেছে। এই অভ্যুত্থানের সময় শহীদ পাঁচ সাংবাদিককে মরণোত্তর সম্মাননা দিয়েছে কালের কণ্ঠ। গতকাল সন্ধ্যায় শহীদ পাঁচ সাংবাদিকের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে সম্মাননা স্মারক ও নগদ অর্থ।   </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের এই ১৫ বছরের পথচলা এবং ১৬ বছরে পা রাখা সম্ভব হয়েছে পাঠকদের ভালোবাসা ও সহযোগিতার কারণে। পাঠকরাই আমাদের প্রথম বিবেচনা। আগামী দিনগুলোতেও পাঠকদের একই রকম ভালোবাসা ও সহযোগিতা পাব, সেই বিশ্বাস আমাদের আছে। আজ ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে কালের কণ্ঠের অসংখ্য পাঠক, লেখক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, বিপণনকর্মী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সবাইকে আন্তরিক অভিনন্দন। আমরা বিশ্বাস করি, সবার মিলিত প্রয়াসেই কালের কণ্ঠ এগিয়ে যাবে। সবার ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতাই হোক আমাদের চলার পথের পাথেয়। সবাইকে অভিনন্দন।</span></span></span></span></p> <p> </p> <p> </p>