<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একই সঙ্গে দুটি সুখবর। বাংলাদেশ ব্যাংকের লেনদেন ভারসাম্যের হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরে পাঁচ মাসে আগের বছরের একই সময়ের চেয়ে বাণিজ্য ঘাটতি কমেছে ১.৯৮ বিলিয়ন ডলার বা ২০ শতাংশ। হালনাগাদ তথ্য বলছে, এ সময়ে চলতি হিসাবেও ঘাটতি কমে ২২ কোটি ডলারে নেমেছে, আগের অর্থবছর একই সময়ে যা ছিল ৩৯৩ কোটি ডলার। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে রপ্তানি বেড়েছে ১০.১০ শতাংশ। এ সময়ে মোট রপ্তানি হয় এক হাজার ৮১২ কোটি ডলারের পণ্য। রেমিট্যান্সের প্রবাহ ও রপ্তানি বাড়ায় চলতি হিসাবে আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। কারণ কয়েক মাস ধরে প্রতি মাসে দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স আসছে। এতে ডলারপ্রবাহ বেড়ে যাওয়ায় লেনদেন ভারসাম্যের চলতি হিসাবে উন্নতি হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটি ঠিক যে আমদানি কমায় পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ কমেছে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন, ঘাটতি কমে আসার চিত্রটি অর্থনীতির জন্য স্বস্তির। এখন এই ধারাটি ধরে রাখতে হবে। আমরা জানি, রপ্তানি আয় বাড়ানোর জন্য আমরা তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। বর্তমানে এই খাত থেকে মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪ শতাংশ আসে। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানিতে একক খাত নির্ভরতার কারণে যেকোনো সময় ঝুঁকিতে পড়বে দেশের রপ্তানি আয়। কাজেই আমাদের এখন রপ্তানি বাজার সম্প্রসারণ করতে হবে। বাজার সম্প্রসারণের উপযুক্ত উদ্যোগ নিতে হবে। রপ্তানি বহুমুখীকরণ বা বহুমুখী রপ্তানির উপাদান নিয়ে কাজ করতে হবে। রপ্তানি বহুমুখীকরণের প্রধান শর্ত পণ্য বহুমুখীকরণ। পণ্য বহুমুখীকরণ ও রপ্তানিযোগ্য পণ্যের নতুন বাজার খুঁজে বের করতে বা নতুন বাজার সৃষ্টি করতে আমাদের বৈদেশিক মিশনগুলোকে কাজ করতে হবে। বিকল্প ও নতুন বাজার খুঁজে বের করতে হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নানা প্রতিকূলতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেও রেমিট্যান্স বেড়েছে। আমাদের অর্থনীতি যখন নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করছে, তখন নতুন আশা জাগাচ্ছে রেমিট্যান্স বা প্রবাস আয়ের প্রবাহ। প্রবাস আয় বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অর্থনীতিবিদরা মনে করেন, প্রবাস আয় বাড়াতে ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণ আরো সহজ, দ্রুত ও আকর্ষণীয় করতে হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রেমিট্যান্স ও রপ্তানি সাফল্যে বাণিজ্য ঘাটতি কমেছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটি আমাদের জন্য বড় সুখবর। আমাদের এখন রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। বিকল্প ও নতুন বাজার খুঁজে বের করতে হবে। রেমিট্যান্সপ্রবাহ আরো বাড়াতে সরকারকে নানামুখী উদ্যোগ নিতে হবে।</span></span></span></span></p> <p> </p>