<p>গণিতবিদ ক্লডিয়াস টলেমি (Claudius Ptolemy) ছিলেন মিসরের অধিবাসী। মিসর তখন রোমান-গ্রিসের শাসনাধীন ছিল। তাই অনেকে তাঁকে গ্রিক গণিতবিদ হিসেবেই চেনেন।</p> <p>গণিতের পাশাপাশি ভূগোল, জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষশাস্ত্রেও পাণ্ডিত্য ছিল টলেমির।</p> <p>১৪৫ সালে বিখ্যাত বই ‘আলমাজেস্ট’-এ তিনি মহাবিশ্বের একটি মডেল দাঁড় করান। প্রায় দেড় হাজার বছর ধরে বইটি পঠিত ছিল। অনেকের কাছে তখন তার মতটি প্রতিষ্ঠিতও হয়ে যায়। পরে দেখা যায়, টলেমির মহাবিশ্বের মডেলটি শুধু সৌরজগতের মডেল।</p> <p>আজকের বিচারে মডেলটি ভুল হলেও এতে গাণিতিক নৈপুণ্যের যথেষ্ট ছাপ আছে।</p> <p>তাঁর তৈরি করা মহাবিশ্বের মডেলে ধারাবাহিকভাবে পৃথিবী, চাঁদ, বুধ, শুক্র, সূর্য, মঙ্গল, বৃহস্পতি, শনিকে রাখা হয়েছে। এগুলোর কেন্দ্রে পৃথিবীকে দেখানো হয়েছে।</p> <p>বৃত্তের ভেতর চতুর্ভুজসম্পর্কিত উপপাদ্যটি টলেমির। তিনি ত্রিকোণমিতিক ছক তৈরির কাজে উপপাদ্যটি ব্যবহার করেন।</p> <p> </p> <p> </p>