জানা-অজানা

জেনারেল ওসমানী

  • [পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে জেনারেল ওসমানীর কথা উল্লেখ আছে]
আব্দুর রাজ্জাক
আব্দুর রাজ্জাক
শেয়ার
জেনারেল ওসমানী

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনীর প্রধান জেনারেল মুহম্মদ আতাউল গনি ওসমানীর (১৯১৮-১৯৮৪) জন্ম সুনামগঞ্জে। তিনি বঙ্গবীর নামেও পরিচিত।

১৯৩৪ সালে প্রবেশিকা (মাধ্যমিক) এবং ১৯৩৮ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৪০ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে যোগ দেন।

ক্যাপ্টেন পদে উন্নীত হন ১৯৪১ সালে। ১৯৪২ সালে ওসমানী মেজর পদে উন্নীত হয়ে ব্যাটালিয়নের অধিনায়ক নিযুক্ত হন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি বার্মা রণাঙ্গনে ব্রিটিশ বাহিনীর অধিনায়করূপে যুদ্ধ করেন।

ওসমানী লেফটেন্যান্ট কর্নেল পদে নিয়োগের জন্য মনোনীত হন ১৯৪৭ সালে।

ভারত ভাগের পর ১৯৪৭ সালের ৭ অক্টোবর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। এরপর পর্যায়ক্রমে লেফটেন্যান্ট কর্নেল (১৯৪৭), সেনাবাহিনীর চিফ অব দি জেনারেল স্টাফের সহকারীর (১৯৪৯) দায়িত্ব পালন করেন।  এ ছাড়া চতুর্দশ পাঞ্জাব রেজিমেন্টের নবম ব্যাটালিয়নে রাইফেল কম্পানির পরিচালক, পূর্ব পাকিস্তান রাইফেলসের অতিরিক্ত কমান্ড্যান্ট এবং সেনাবাহিনীর জেনারেল স্টাফ অফিসার পদেও কর্মরত ছিলেন তিনি। ১৯৫৬ সালে কর্নেল পদে উন্নীত হন।
এরপর তিনি আর্মি হেডকোয়ার্টারে জেনারেল স্টাফ ও মিলিটারি অপারেশনের ডেপুটি ডিরেক্টর নিযুক্ত হন। ১৯৬৭ সালে পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের আগ পর্যন্ত দীর্ঘ ১০ বছর তিনি এ পদে অধিষ্ঠিত ছিলেন। স্বাধীনতার পর ১৯৭১ সালে তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জেনারেল পদে উন্নীত হন। ১৯৭২ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

এইচএসসির প্রস্তুতি : সমাজকর্ম প্রথম পত্র

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
এইচএসসির প্রস্তুতি : সমাজকর্ম প্রথম পত্র

তৃতীয় অধ্যায়

সমাজকর্মের মূল্যবোধ

ও নীতিমালা

 

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

১৫।         কোন সমাজে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা হিসেবে স্বীকৃত

  ক) পাশ্চাত্যের উন্নত সমাজে        
খ) আদিম সমাজে 

  গ) অনুন্নত সমাজে                  
ঘ) আধুনিক সমাজে

১৬।         যার ভিত্তিতে মানুষের আচার-আচরণের  ভালো-মন্দ বিচার করা হয় তাকে কী বলে?

  ক) নৈতিকতা      খ) রীতিনীতি 

  গ) মূল্যবোধ               ঘ) আদর্শ

১৭।         চরম মূল্যবোধ কোনটি?

  ক) ভোটাধিকার    
খ) বাকস্বাধীনতা

  গ) গণতান্ত্রিক অধিকার    
ঘ) বৈষম্যহীনতা

১৮।

        সামাজিক মূল্যবোধের উদাহরণ

  i. সহনশীলতা ও শ্রদ্ধাবোধ

  ii. সততা ও পরোপকার

     iii. দায়িত্ববোধ ও মানবসেবা

  নিচের কোনটি সঠিক?

  ক) iii 
খ)
iiii    
গ)
iiiii      
ঘ)
i, ii iii

১৯।         বিচারবোধ হিসেবে ব্যক্তিগত ও দলগত কল্যাণে প্রযোজ্য হয় কোনটি?

  ক) বিশ্বাস        খ) দর্শন      
গ) মূল্যবোধ       ঘ) ধর্ম

২০।         ব্যক্তি ও সমাজকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণের  অপরিহার্য উপাদান কোনটি?

  ক) বৃত্তি              খ) পেশা    

  গ) কাজ                  ঘ) মূল্যবোধ

২১।         পেশা কোন ভাষা থেকে উদ্ভূত?

  ক) ইতালি        খ) জার্মান   

  গ) ফারসি   ঘ) বাংলা

২২।

        নৈতিকতা এবং ব্যাবহারিক জ্ঞানভিত্তিক জীবিকা নির্বাহের পন্থাকে কী বলা হয়?

  ক) জ্ঞান          খ) কর্ম   

  গ) পেশা        ঘ) দল

২৩।         মূল্যবোধ ও নৈতিক মানদণ্ড পেশাদার কর্মীদের নিয়ন্ত্রণ করে

  i. দায়িত্ব

  ii. কার্যাবলি

  iii. আচার-আচরণ

  নিচের কোনটি সঠিক?

  ক) iii 
খ)
iiii    
গ)
iiiii      
ঘ)
i, ii iii

২৪।         কত সালে গ্রীনউড পেশার বৈশিষ্ট্য নির্ধারণ করেন?

  ক) ১৯৫০       খ) ১৯৫৫       

  গ) ১৯৫৭            ঘ) ১৯৬০

২৫।         আধুনিক শিল্পবিপ্লবোত্তর সময়ে প্রতিটি বিষয় যুক্ত হয়েছে সংশ্লিষ্ট বিষয়ের

  i. অভিজ্ঞতা ও সামাজিক স্বীকৃতি

  ii. মূল্যবোধ

  iii. জ্ঞান ও দক্ষতা

  নিচের কোনটি সঠিক?

  ক) i ii      খ) iiii     
গ)
ii iii      ঘ) i, iiiii

২৬।

         ওয়ার্নার ডব্লিউ রোয়েম কত সালে  সমাজকর্মকে পূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি দেন?

  ক) ১৯৫৮       খ) ১৯৫৯       

  গ) ১৯৬৬             ঘ) ১৯৭০

 

    উত্তর : ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. ঘ ২১. গ ২২. গ ২৩. ঘ ২৪. গ ২৫. ঘ  ২৬. খ।

মন্তব্য

এসএসসির প্রস্তুতি : রসায়ন

    মো. মহসীন আলম, সহকারী শিক্ষক (রসায়ন), ন্যাশনাল আইডিয়াল স্কুল, খিলগাঁও, ঢাকা
শেয়ার
এসএসসির প্রস্তুতি : রসায়ন

চতুর্থ অধ্যায়

পর্যায় সারণি

জ্ঞানমূলক প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

২৬।     হিলিয়াম কোন গ্রুপের মৌল?  

  উত্তর : গ্রুপ ১৮-এর।

২৭।     কোন গ্রুপের মৌলগুলো ক্ষার তৈরি করে?

  উত্তর : গ্রুপ-১ (হাইড্রোজেন ব্যতীত) এবং গ্রুপ-২।

  

২৮।         পর্যায় সারণির মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস কেন?

  উত্তর : ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণির মূল ভিত্তি। কারণ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের পর্যায়, শ্রেণি সম্পর্কে জানা যায়। মৌলের যোজ্যতা নির্ণয়ে ইলেকট্রন বিন্যাস সাহায্য করে।

একই পর্যায়ে ও একই শ্রেণিতে মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ও অধাতব ধর্মসহ অন্যান্য ভৌত ও রাসায়নিক ধর্মাবলি পর্যায়ক্রমে আবর্তিত হয়, যা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে ব্যাখ্যা করা যায়।

২৯।         হিলিয়ামের অবস্থান ব্যাখ্যা করো।

  উত্তর : হিলিয়ামের পারমাণবিক সংখ্যা ২।

ইলেকট্রন বিন্যাস লক্ষ করলে দেখা যায়, এটি  প্রথম পর্যায়ে গ্রুপ-২-এ স্থান পায়। অর্থাৎ হিলিয়ামের অবস্থান গ্রুপ-২-এ মৃত্ক্ষার ধাতুর সঙ্গে। কিন্তু হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। অন্যান্য নিষ্ক্রিয় গাসের সঙ্গে হিলিয়ামের মিল লক্ষ করা যায়। তাই ধর্মের দিক বিবেচনা করে হিলিয়ামকে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে গ্রুপ-১৮তে স্থান দেওয়া হয়েছে।

৩০।         পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান কোথায়?

    উত্তর : হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ১। ইলেকট্রন বিন্যাস লক্ষ করলে দেখা যায়, এটি প্রথম পর্যায়ে ১ নং গ্রুপে স্থান পায়। তাই অন্যান্য ক্ষারধাতুর সঙ্গে হাইড্রোজেনকেও গ্রুপ-১-এ স্থান দেওয়া হয়েছে। কিন্তু হাইড্রোজেন একটি গ্যাসীয় এবং অধাতব মৌল। তাই ধর্মের দিক বিবেচনায় হাইড্রোজেনকে গ্রুপ-১৭তে অন্যান্য হ্যালোজেন মৌলের সঙ্গেও স্থান দেওয়া যায়। কিন্তু সারণিতে একটি মৌল একটি মাত্র স্থান পাবেএই শর্তে হাইড্রোজেনকে শুধু গ্রুপ-১-এ স্থান দেওয়া হয়েছে।

 

 

মন্তব্য

টিউটরিয়াল : স্পোকেন ইংলিশ

    মো. মশিউর রহমান খান, প্রভাষক (ইংরেজি), জয়পুরহাট বিএড কলেজ, জয়পুরহাট সদর, জয়পুরহাট
শেয়ার
টিউটরিয়াল : স্পোকেন ইংলিশ

পর্ব-৩৫

  কিভাবে কাজটি করতে হবে, কখন কাজটি করতে হবে, কোথায় কাজটি করতে হবে, কেন কাজটি করতে হবেবাংলা বাক্য এমন হলে নিচের নিয়মটি ব্যবহার করতে হয়।

 

►  How to

     Structure
Subject + know/knows + how to + verb1+ object+ ext.
Practice

1.  I know how to do the work.
আমি জানি কিভাবে কাজটি করতে হবে।

2.  I know how to write a letter.
আমি জানি কিভাবে চিঠি লিখতে হবে।

3.  I know how to drive a bike.
আমি জানি কিভাবে মোটরসাইকেল চালাতে হবে।

4.  He knows how to speak English fluently.
সে জানে কিভাবে দ্রুত ইংরেজি বলতে হবে।

 

     When to

     Structure
Subject + know/ knows + when to + verb1+object+ ext.

Practice

1.  I know when to do the work.
আমি জানি কখন কাজটি করতে হবে।

2.  I know when to write a letter.
আমি জানি কখন চিঠি লিখতে হবে।

3.  I know when to drive a bike.
আমি জানি কখন মোটরসাইকেল চালাতে হবে।

4.  He knows when to speak English fluently.
সে জানে কখন দ্রুত ইংরেজি বলতে হবে।

 

Where to
Structure
Subject + know/ knows + where to + verb1+object+ ext.

     Practice

1.  I know where to do the work.
আমি জানি কোথায় কাজটি করতে হবে।

2.  I know where to write a letter.
আমি জানি কোথায় চিঠি লিখতে হবে।

3.  I know where to drive a bike.
আমি জানি কোথায় মোটরসাইকেল চালাতে হবে।

4.       He knows where to speak English fluently.
সে জানে কোথায় দ্রুত ইংরেজি বলতে হবে।

 

 

মন্তব্য

পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
‘সোনালি আঁশ’ খ্যাত পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। ছবি : সংগৃহীত

চতুর্থ অধ্যায়

আমাদের অর্থনীতি : কৃষি ও শিল্প

 

সংক্ষিপ্ত প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

২২।     বাংলাদেশে তৈরি কোন কাপড় একসময় জগদ্বিখ্যাত ছিল?

        উত্তর : বাংলাদেশে তৈরি মসলিন কাপড় একসময় জগদ্বিখ্যাত ছিল।

২৩।     আমাদের দেশের পাঁচটি শস্যের নাম লেখো।

  উত্তর : আমাদের দেশের প্রধান পাঁচটি শস্যের নাম হলো ধান, গম, সরিষা, ডাল ও আলু।

২৪।     বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্পের নাম লেখো।

  উত্তর : বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্প হলো পাটশিল্প, বস্ত্রশিল্প ও কাগজশিল্প।

২৫।     বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম লেখো।

  উত্তর : বাংলাদেশের তিনটি কুটির শিল্প হলো তাঁতশিল্প, রেশমশিল্প ও মৃৎশিল্প।

২৬।

     গম চাষের প্রসার ঘটছে কেন?

        উত্তর : বাংলাদেশে গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে। তাই গম চাষের প্রসার ঘটছে।

২৭।  এ দেশে কী কী ধরনের ডাল আছে?

        উত্তর : এ দেশে বিভিন্ন ধরনের ডাল আছে। যেমনছোলা, মসুর, মুগ, মাষকলাই, অড়হর ইত্যাদি।

২৮।     ফসল কোন কোন জায়গায় বিক্রি করা হয়?

        উত্তর : ফসল হাট-বাজার ও দোকানে বিক্রি করা হয়।

২৯।      কোন শস্যটি আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয়?

        উত্তর : ধান নামক শস্যটি আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয়।

৩০।     কোন শস্যটি সবচেয়ে বেশি আমদানি করা হয়?

        উত্তর : ডাল নামক শস্যটি সবচেয়ে বেশি আমদানি করা হয়।

৩১।     আমাদের দেশের কোন ধরনের মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী?

        উত্তর : আমাদের দেশের উর্বর দো-আঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী।

৩২।     তেল দিয়ে আমরা কী করি?

        উত্তর : তেল দিয়ে আমরা অনেক ধরনের খাবার রান্না করি।

৩৩।     খাবার সুস্বাদু করতে আমরা খাবারে কী দ্রব্য ব্যবহার করি?

        উত্তর : খাবার সুস্বাদু করতে আমরা খাবারে বিভিন্ন ধরনের মসলা ব্যবহার করি।

৩৪।     অর্থকরী ফসল বলতে কী বুঝ?

        উত্তর : যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে।

৩৫।     পাট কোন দেশের প্রধান অর্থকরী ফসল?

        উত্তর : পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।

৩৬।     পাটকে সোনালি আঁশ বলা হয় কেন?

        উত্তর : পাট ও পাটজাত বিভিন্ন দ্রব্য রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাই পাটকে সোনালি আঁশ বলা হয়।

৩৭।     কোন দেশের শতকরা প্রায় ৮০ ভাগ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে?

        উত্তর : বাংলাদেশের শতকরা প্রায় ৮০
ভাগ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।

৩৮।     একটি উর্বর বদ্বীপ অঞ্চল বলে বাংলাদেশের মাটি কেমন ধরনের?

        উত্তর : একটি উর্বর বদ্বীপ অঞ্চল বলে বাংলাদেশের মাটি চাষাবাদের জন্য খুব উপযোগী।

৩৯।     ভাত কোন দেশের মানুষের প্রধান খাদ্য?

        উত্তর : ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য।

৪০।     কোন সময়ে গমের চাষ করা হয়?

        উত্তর : শীতকালে গমের চাষ করা হয়।

৪১।     বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি কোন ফসল চাষের উপযোগী?

  উত্তর : বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি ধান চাষের উপযোগী।

৪২।     এ দেশের মোট জাতীয় অর্থনীতির শতকরা প্রায় ২০ ভাগ আসে কোন খাত থেকে?

        উত্তর : এ দেশের মোট জাতীয় অর্থনীতির শতকরা প্রায় ২০ ভাগ আসে কৃষি খাত থেকে।

৪৩।     বাংলাদেশে প্রধানত কী কী ধান চাষ হয়?

        উত্তর : বাংলাদেশে প্রধানত আউশ, আমন ও বোরোএই তিন ধরনের ধান চাষ হয়।

৪৪।     বাংলাদেশের কোন কোন অঞ্চলে গম উৎপাদন বেশি হয়?

        উত্তর : বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয়।

৪৫।  বাংলাদেশের কোথায় কোথায় চা বেশি উৎপন্ন হয়?

        উত্তর : বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয়।

৪৬।     বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর কী প্রভাব পড়ছে?

     উত্তর : বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে।

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ