২৮। ফসল কোন কোন জায়গায় বিক্রি করা হয়?
উত্তর : ফসল হাট-বাজার ও দোকানে বিক্রি করা হয়।
২৯। কোন শস্যটি আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয়?
উত্তর : ধান নামক শস্যটি আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয়।
৩০। কোন শস্যটি সবচেয়ে বেশি আমদানি করা হয়?
উত্তর : ডাল নামক শস্যটি সবচেয়ে বেশি আমদানি করা হয়।
৩১। আমাদের দেশের কোন ধরনের মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী?
উত্তর : আমাদের দেশের উর্বর দো-আঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী।
৩২। তেল দিয়ে আমরা কী করি?
উত্তর : তেল দিয়ে আমরা অনেক ধরনের খাবার রান্না করি।
৩৩। খাবার সুস্বাদু করতে আমরা খাবারে কী দ্রব্য ব্যবহার করি?
উত্তর : খাবার সুস্বাদু করতে আমরা খাবারে বিভিন্ন ধরনের মসলা ব্যবহার করি।
৩৪। অর্থকরী ফসল বলতে কী বুঝ?
উত্তর : যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে।
৩৫। পাট কোন দেশের প্রধান অর্থকরী ফসল?
উত্তর : পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
৩৬। পাটকে ‘সোনালি আঁশ’ বলা হয় কেন?
উত্তর : পাট ও পাটজাত বিভিন্ন দ্রব্য রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাই পাটকে ‘সোনালি আঁশ’ বলা হয়।
৩৭। কোন দেশের শতকরা প্রায় ৮০ ভাগ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে?
উত্তর : বাংলাদেশের শতকরা প্রায় ৮০
ভাগ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।
৩৮। একটি উর্বর বদ্বীপ অঞ্চল বলে বাংলাদেশের মাটি কেমন ধরনের?
উত্তর : একটি উর্বর বদ্বীপ অঞ্চল বলে বাংলাদেশের মাটি চাষাবাদের জন্য খুব উপযোগী।
৩৯। ভাত কোন দেশের মানুষের প্রধান খাদ্য?
উত্তর : ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য।
৪০। কোন সময়ে গমের চাষ করা হয়?
উত্তর : শীতকালে গমের চাষ করা হয়।
৪১। বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি কোন ফসল চাষের উপযোগী?
উত্তর : বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি ধান চাষের উপযোগী।
৪২। এ দেশের মোট জাতীয় অর্থনীতির শতকরা প্রায় ২০ ভাগ আসে কোন খাত থেকে?
উত্তর : এ দেশের মোট জাতীয় অর্থনীতির শতকরা প্রায় ২০ ভাগ আসে কৃষি খাত থেকে।
৪৩। বাংলাদেশে প্রধানত কী কী ধান চাষ হয়?
উত্তর : বাংলাদেশে প্রধানত আউশ, আমন ও বোরো—এই তিন ধরনের ধান চাষ হয়।
৪৪। বাংলাদেশের কোন কোন অঞ্চলে গম উৎপাদন বেশি হয়?
উত্তর : বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয়।
৪৫। বাংলাদেশের কোথায় কোথায় চা বেশি উৎপন্ন হয়?
উত্তর : বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয়।
৪৬। বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর কী প্রভাব পড়ছে?
উত্তর : বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে।