<p align="left" class="body" style="margin-bottom:16px; text-align:left">গদ্য</p> <p>মমতাদি</p> <p>মানিক বন্দ্যোপাধ্যায়</p> <p>বহু নির্বাচনী প্রশ্ন</p> <p>১। মমতাদির বয়স কত?</p> <p>ক) বাইশ বছর  </p> <p>খ) তেইশ বছর </p> <p>গ) চব্বিশ বছর</p> <p>ঘ) পঁচিশ বছর</p> <p>২। মমতাদির পরণের শাড়ির পাড়ের রং কী ছিল?</p> <p>ক) বিবর্ণ হলুদ  </p> <p>খ) বিবর্ণ নীল</p> <p>গ) বিবর্ণ গোলাপী     ঘ) বিবর্ণ লাল</p> <p>৩। মমতাদির ভালোবাসার কোনো লক্ষণ না দেখে ছেলেটির মনে খুব কী হলো?</p> <p>ক) খুশি হলো   </p> <p>খ) ব্যথিত হলো  </p> <p>গ) ক্ষুণ্ন হলো</p> <p>ঘ) চিন্তিত হলো</p> <p>৪। কে মায়াময়ী মানবী?</p> <p>ক) অবনী খ) অভাগী</p> <p>গ) নিরুপমা     ঘ) মমতাদি</p> <p>৫। কার আবেদনে ছেলেটি হাতের খাবার ফেলে দিল?</p> <p>ক) অবনীর খ) মায়ের</p> <p>গ) বাবার ঘ) মমতাদির</p> <p>৬। মমতাদি ছেলেটিকে কী নামে ডাকতে বলল?</p> <p>ক) মমতাদি     খ) দিদি   গ) আপু   ঘ) বুবু</p> <p>৭। কে মমতাদির চুলগুলো নিয়ে বেণি পাকাবার চেষ্টা করছিল?</p> <p>ক) ছেলেটি খ) অবনী গ) অভাগী ঘ) নিরৃপমা</p> <p>৮। মমতাদির স্বামীর চাকরি কখন হয়েছে?</p> <p>ক) বাংলা মাসের শেষ দিনে   খ) ইংরেজি মাসের শেষ দিনে</p> <p>গ) বাংলা মাসের প্রথম দিনে  ঘ) ইংরেজি মাসের প্রথম দিনে</p> <p>৯। মমতাদির প্রতি ছেলেটির কী অনুভূতি প্রকাশ পেয়েছিল?</p> <p>ক) আগ্রহ খ) মায়া</p> <p>গ) আক্ষেপ ঘ) কৃতজ্ঞতা</p> <p>১০। ছেলেটির জানা মতে মিথ্যা বললে কী হয়?</p> <p>ক) ভয় খ) ক্ষতি     গ) পাপ   ঘ) উদার</p> <p>১১। কে ফেরিওয়ালার কাছ থেকে কমলালেবু কিনছিল?</p> <p>ক) মমতাদি     খ) ছেলেটি গ) ছেলেটির মা ঘ) অবনী</p> <p>১২। কোন গলিটি বিশ্রী নোংরা?</p> <p>ক) রতনময়ের    খ) জীবনময়ের</p> <p>গ) প্রাণময়ের    ঘ) অরুণময়ের</p> <p>১৩। সাতাশ নম্বরের বাড়িটা কয় তলা?</p> <p>ক) এক তলা    খ) দুই তলা</p> <p>গ) তিন তলা    ঘ) চার তলা</p> <p>১৪। মমতাদির ঘরে চৌকির নিচে ছেলেটি কী লক্ষ করল?</p> <p>ক) আবর্জনা    </p> <p>খ) পুরনো যন্ত্রাংশ</p> <p>গ) চরকা</p> <p>ঘ) ট্রাংক</p> <p>১৫। মমতাদির ঘরে দেওয়ালের গর্তে কী রাখা ছিল?</p> <p>ক) ঔষুধের শিশি      খ) টাইমপিস        </p> <p>গ) সংবাদপত্র       </p> <p>ঘ) বইপত্র</p> <p>১৬। মমতাদির ঘরে কী খাবার ছিল?</p> <p>ক) আপেল খ) খই    গ) বিস্কুট ঘ) মুড়ি</p> <p>১৭। ‘মমতাদি’ গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থের অন্তর্ভূক্ত?</p> <p>ক) সরীসৃপ     খ) জননী  গ) অহিংস ঘ) চিহ্ন</p> <p>১৮। মাইনে ১৫ টাকা শুনে মমতাদির দুচোখ সজল হয়ে উঠল কেন?</p> <p>ক) আনন্দে খ) কষ্টে</p> <p>গ) কৃতজ্ঞতায়    ঘ) উৎকণ্ঠায়</p> <p>১৯। ছেলেটি কেন ক্ষুণ্ন হয়েছিল?</p> <p>ক) তাকে মিষ্টি খেতে দেয়নি   খ) মমতাদি তাকে আদর করেনি</p> <p>গ) মমতাদি তার সঙ্গে ভাব করেনি  ঘ) তাকে বকা দিয়েছে</p> <p>২০। ছেলেটির বাড়ির সকলে মমতাদির প্রতি খুশি হলেন কেন?</p> <p>ক) তার ব্যবহার দেখে      খ) তার পরিশ্রম দেখে       গ) তার ধৈর্য দেখে         ঘ) তার শৃখলা দেখে</p> <p>২১। মমতাদি যে ছেলেটিকে ভালোবাসে না তা ছেলেটি বুঝতে পারল কীভাবে?</p> <p>ক) তার কর্মকাণ্ডে</p> <p>খ) তার চাল চলনে   </p> <p>গ) তার কথায়  </p> <p>ঘ) তার আচরণে</p> <p>২২। ‘লিপি সামাজিক প্রথা ভেঙে আয় রোজগার করার জন্য বাইরে বের হয়েছে’— উদ্দীপকে লিপির সঙ্গে মিল রয়েছে কোন চরিত্রের?</p> <p>ক) কাঙালী খ) অভাগী গ) মমতাদি ঘ) সুভা</p> <p>২৩। মানিক বন্দ্যোপ্যায় মাত্র একুশ বছর বয়সে কোন উপন্যাস রচনা করেন?</p> <p>ক) শহরতলী   </p> <p>খ) দিবারাত্রির কাব্য</p> <p>গ) জননী  ঘ) চিহ্ন</p> <p>২৪। চাকরি পাওয়ার মাধ্যমে মমতাদি ছেলেটির মায়ের প্রতি কোন ভাবটি নীরবে প্রকাশ করল?</p> <p>ক) অকৃতজ্ঞতা   খ) কৃতঘ্নতা গ) কৃতজ্ঞতা ঘ) দৃঢ়তা</p> <p>২৫। মমতার নিখুঁত কাজের মধ্য দিয়ে তার কী প্রকাশ পেয়েছে ?</p> <p>ক) ধৈর্য খ) ক্ষিপ্রতা</p> <p>গ) শৃখলা      ঘ) নিপূণতা</p> <p>২৬। ‘যা খেয়েছ তাতেই বোধহয় অসুখ হবে, আর খেয়ো না’— এখানে কী প্রকাশিত হয়েছে?</p> <p>ক) ধৈর্য খ) অনুরোধ</p> <p>গ) আবেদন     ঘ) নিষেধ</p> <p>২৭। ‘মমতাদি’ গল্পে পাপ হিসেবে বলা হয়েছে —</p> <p>i. অন্যকে কষ্ট দেওয়া  </p> <p>ii. মিথ্যা কথা বলা </p> <p>iii. গুরুজনের নিন্দা করা</p> <p>নিচের কোনটি সঠিক?</p> <p>ক) i ও ii  খ) i ও iii</p> <p>গ) ii ও iii      ঘ) i, ii ও iii</p> <p>২৮। ‘হরির লুুট’ বলতে বুঝানো হয়েছে —</p> <p>i. অসহায়দের আর্তনাদ </p> <p>ii. দেবতা হরির উদ্দেশ্যে দান</p> <p>iii. হরির পূজা থেকে প্রচুর প্রসাদ নেওয়া</p> <p>নিচের কোনটি সঠিক?</p> <p>ক) i ও ii  খ) i ও iii</p> <p>গ) ii ও iii       ঘ) i, ii ও iii</p> <p>২৯। ‘মমতাদি’ গল্পে মমতাদিকে যে শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে—</p> <p>i. শব্দহীন </p> <p>ii. অনভূতিহীন </p> <p>iii. নির্বিকার</p> <p>নিচের কোনটি সঠিক?</p> <p>ক) i ও ii  খ) i ও iii</p> <p>গ) ii ও iii  ঘ) i, ii ও iii</p> <p>৩০। স্বামীর চাকরি হওয়ার পর কাজ করতে চাওয়ার মুল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে—</p> <p>i. ছোটছেলের প্রতি মায়া</p> <p>ii. স্বামীর বেতন কম   </p> <p>iii. নিজ সংসারের প্রতি দায়িত্ববোধ</p> <p>নিচের কোনটি সঠিক?</p> <p>ক) i ও ii  খ) i ও iii</p> <p>গ) ii ও iii       ঘ) i, ii ও iii</p> <p>নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও :</p> <p>লিপি : মা আমাকে গৃহকর্মী হিসেবে রাখবেন? আমি বাড়ির সব কাজ করব।</p> <p>গিন্নি : তুমি কী কাজ করতে পার?</p> <p>লিপি : সব কাজ করতে পারি।</p> <p>গিন্নি : ঠিক আছে, তুমি কাল সকাল থেকে কাজে লেগে যাও।</p> <p>৩১। উদ্দীপকের সমান্তরাল অনুভূতি পাওয়া যায় নিচের কোন রচনায়?</p> <p>ক) সুভা</p> <p>খ) উপেক্ষিত শক্তির উদ্বোধন</p> <p>গ) মমতাদি</p> <p>ঘ) অভাগীর স্বর্গ</p> <p>৩২। উক্ত রচনার কাহিনি আবর্তিত হয়েছে—</p> <p>i. ছেলেকে কেন্দ্র করে       ii. গৃহকর্মীকে কেন্দ্র করে   iii. প্রতিবন্ধীকে কেন্দ্র করে</p> <p>নিচের কোনটি সঠিক?</p> <p>ক) i ও ii  খ) i ও iii</p> <p>গ) ii ও iii      ঘ) i, ii ও iii</p> <p>নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :</p> <p>সুইটির স্বামীর চাকরি হয়েছে। তবুও সুইটি তার চাকরি ছাড়তে রাজি নয়। সে চাকরি করবে বলে সিদ্ধান্ত নিল।</p> <p>৩৩। উদ্দীপকের সুইটির সঙ্গে মিল রয়েছে নিচের কোন চরিত্রের?</p> <p>ক) অবনী  খ) নিরূপমা</p> <p>গ) অভাগী ঘ) মমতাদি</p> <p>৩৪। উক্ত চরিত্রের যে দিকটি উদ্দীপকে প্রকাশ পেয়েছে—</p> <p>i. আত্মসম্মানবোধ </p> <p>ii. স্বাবলম্বী</p> <p>  iii. ধৈর্যশীল</p> <p>নিচের কোনটি সঠিক?</p> <p>ক) i ও ii খ) i ও iii</p> <p>গ) ii ও iii  ঘ) i, ii ও iii</p> <p>৩৫। মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল?</p> <p>ক) ১০ টাকা    খ) ১২ টাকা</p> <p>গ) ১৫ টাকা    ঘ) ১৮ টাকা</p> <p>৩৬। চড় খাওয়ার বিষয়টি দিদি কেন গোপন রেখেছিলেন?</p> <p>ক) লজ্জা পেয়ে       খ) আত্মসম্মানের জন্য </p> <p>গ) বিপদের আশংকায়   ঘ) চাকরি যাওয়ার ভয়ে</p> <p>নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :</p> <p>মা মারা গেলে নিরাশ্রয় কেষ্টা বৈমাত্রেয় বোন কাদম্বিনীর বাড়িতে আশ্রয় নেয়। তার এই অনাকাক্ষিত আগমন কাদম্বিনী ভালোভাবে নেয়নি; বরং মনে মনে সে ভীষণ অখুশি। তাকে দিয়ে প্রতিনিয়ত সংসারের নানান কাজ করিয়ে নিচ্ছে। কারণে অকারণে তুচ্ছ বিষয় নিয়ে প্রায়শই দুর্ব্যবহার করে। নিরুপায় কেষ্টা সবকিছু নীরবে সহ্য করে।</p> <p>৩৭। যে বিচারে কেষ্টা ও মমতাদি একসূত্রে গাঁথা তা হলো—</p> <p>i. দারিদ্র্য</p> <p>ii. অসহায়ত্ব </p> <p>iii. নিরাশ্রয়</p> <p>নিচের কোনটি সঠিক?</p> <p>ক) i ও ii খ) i ও iii</p> <p>গ) ii ও iii ঘ) i, ii ও iii</p> <p>৩৮। একসূত্রে গাঁথা সত্ত্বেও মমতাদি ব্যতিক্রম হওয়ার কারণ কী?</p> <p>ক) পরিশ্রমী খ) স্বল্পভাষী</p> <p>গ) সময়নিষ্ঠ ঘ) সাদরে গৃহীত</p> <p>৩৯। কার আসল নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়?</p> <p>ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়   খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়</p> <p>গ) মানিক বন্দ্যোপাধ্যায় ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়</p> <p>৪০। বিচিত্রা নামক পত্রিকায় প্রকাশিত হয় মানিক বন্দ্যোপাধ্যয়ের কোন রচনা?</p> <p>ক) চিহ্ন   খ) শহরতলী   গ) অহিংস   ঘ) অতসীমামী</p> <p> </p> <p>উত্তর : ১. খ ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. গ ১১. ক  ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. গ ২০. খ ২১. ক ২২. গ ২৩. খ ২৪. গ ২৫. ঘ ২৬. গ ২৭. গ ২৮. গ ২৯. ঘ ৩০. ক ৩১. গ ৩২. ক ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. গ ৩৬. খ ৩৭. ক ৩৮. ঘ ৩৯. গ ৪০. ঘ।</p>