<p>নবম অধ্যায় : শতকরা</p> <p>সংক্ষিপ্ত প্রশ্ন<br /> ১। শতকরা কাকে বলে?<br /> উত্তর : শতকরা হলো এমন একটি অনুপাত, যা ১০০ এর ভগ্নাংশরূপে প্রকাশ করা হয়।<br /> যেমন : ১৫% = ১৫ ÷ ১০০।<br /> ২। শতকরা প্রকাশের ক্ষেত্রে কোন চিহ্নটি দ্বারা প্রকাশ করতে হয়?<br /> উত্তর : %।<br /> ৩। লাভ-ক্ষতি কিসের ওপর নির্ভর করে?<br /> উত্তর : ক্রয়মূল্যের ওপর।<br /> ৪। যদি ক্রয়মূল্য > বিক্রয়মূল্য হয় তাহলে কী হবে?<br /> উত্তর : ক্ষতি।<br /> ৫। যদি বিক্রয়মূল্য > ক্রয়মূল্য হয় তাহলে কী হবে?<br /> উত্তর : লাভ।<br /> ৬। শতকরা একটি ভগ্নাংশ হলে এর হর কত?<br /> উত্তর : ১০০।<br /> ৭। আসল বা মূলধন কাকে বলে?<br /> উত্তর : বিনিয়োগকৃত টাকাকে আসল বা মূলধন বলে।<br /> ৮। মুনাফা কাকে বলে?<br /> উত্তর : বিনিয়োগকৃত টাকার ওপরে অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তাকে মুনাফা বলে।<br /> ৯। রাজার দেউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মোট ৮০ জন শিক্ষার্থীর মধ্যে ৬০ জন ছাত্রী। মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী?<br /> উত্তর : ৭৫%। উত্তর সংকেত : {(৬০ ÷ ৮০) × ১০০}<br /> ১০। বৈজয়ন্তী একটি খেলনা ৫০০ টাকায় কিনে ৫২০ টাকায় বিক্রয় করা হলে এতে শতকরা কত লাভ হয়?<br /> উত্তর : ৪%। উত্তর সংকেত : [{(৫২০ - ৫০০) ÷ ৫০০} × ১০০]<br /> ১১। ১০০ টাকায় ৫টি বল কিনে, ১০০ টাকায়<br /> ৪টি বল বিক্রয় করলে লাভ শতকরা কত?<br /> উত্তর : ২৫%। উত্তর সংকেত : [(১০০ ÷ ৪) - (১০০ ÷ ৫)} ÷ ২০] × ১০০</p>