<p>অষ্টম অধ্যায়</p> <p><strong>বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন</strong></p> <p> </p> <p>জ্ঞানমূলক প্রশ্ন</p> <p>১।         গণতন্ত্র কী?</p> <p>            উত্তর : গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠের স্বার্থে গঠিত ও পরিচালিত সরকার।</p> <p>২।        রাজনৈতিক দল সম্পর্কে অধ্যাপক ফাইনার কী বলেছেন?</p> <p>            উত্তর : রাজনৈতিক দল সম্পর্কে অধ্যাপক ফাইনার বলেছেন, ‘আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন।</p> <p>৩।        সকল ভোটারকে একত্রে কী বলা হয়?</p> <p>            উত্তর : সকল ভোটারকে একত্রে নির্বাচকমণ্ডলী বলা হয়।</p> <p>৪।        অধ্যাপক গেটেলের গণতন্ত্রের সংজ্ঞা দাও।</p> <p>            উত্তর : অধ্যাপক গেটেলের মতে, ‘যে শাসনব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী তা-ই গণতন্ত্র।’</p> <p>৫।        গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়?</p> <p>            উত্তর : প্রাচীন গ্রিসের এথেন্সে সর্বপ্রথম গণতন্ত্র</p> <p>            প্রচলিত হয়।</p> <p>৬।        জনগণের সার্বভৌমত্বের প্রয়োগ ঘটে কোন</p> <p>            প্রক্রিয়ার মাধ্যমে?</p> <p>            উত্তর : জনগণের সার্বভৌমত্বের প্রয়োগ ঘটে</p> <p>            নির্বাচনের মাধ্যমে।</p> <p>৭।        অধ্যাপক গেটেলের রাজনৈতিক দলের সংজ্ঞাটি লেখ।</p> <p>            উত্তর : অধ্যাপক গেটেল রাজনৈতিক দলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ‘রাজনৈতিক দল বলতে কমবেশি সংগঠিত একদল লোককে বোঝায়, যারা রাজনৈতিক এককরূপে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে ও কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। সংগঠন, কর্মসূচি প্রদান ও ক্ষমতা অর্জন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য।’</p> <p>৮।        কে নির্বাচন কমিশনের সভাপতি?</p> <p>            উত্তর : নির্বাচন কমিশনের সভাপতি হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার।</p> <p>৯।        অষ্টাদশ শতকের গণতান্ত্রিক ভাবধারার উৎসমূল হিসেবে কোন রাষ্ট্রকে চিহ্নিত করা হয়?</p> <p>            উত্তর : অষ্টাদশ শতকের গণতান্ত্রিক ভাবধারার উৎসমূল হিসেবে ইংল্যান্ডকে চিহ্নিত করা হয়।</p> <p>১০।      জাতীয় সংসদের নির্বাচিত সদস্য কতজন?</p> <p>            উত্তর : বাংলাদেশের জাতীয় সংসদে প্রত্যক্ষভাবে নির্বাচিত সংসদ সদস্য ৩০০ জন।</p> <p>১১।       কোন প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনা করে?</p> <p>            উত্তর : নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে।</p> <p>১২।      অবিভক্ত পাকিস্তানে প্রথম জাতীয় পরিষদের</p> <p>            নির্বাচন হয় কত সালে?</p> <p>            উত্তর : অবিভক্ত পাকিস্তানে প্রথম জাতীয় পরিষদের নির্বাচন হয় ১৯৭০ সালে।</p> <p>১৩।      গণতন্ত্র কত প্রকার?</p> <p>            উত্তর : গণতন্ত্র প্রধানত দুই প্রকার। যথা—</p> <p>            ক) প্রত্যক্ষ গণতন্ত্র এবং</p> <p>            খ) পরোক্ষ গণতন্ত্র।</p> <p>১৪।      প্রাচীন গ্রিসে নগররাষ্ট্রগুলোতে কী ধরনের</p> <p>            গণতন্ত্র প্রচলিত ছিল?</p> <p>            উত্তর : প্রাচীন গ্রিসে নগররাষ্ট্রগুলোতে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল।</p> <p>১৫।      রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভারের মতে, রাজনৈতিক দল কী?</p> <p>          উত্তর : রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভারের মতে, ‘যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে, সেই জনসমষ্টিকে রাজনৈতিক দল বলা হয়।’</p> <p>১৬।      নির্বাচন কী?</p> <p>            উত্তর : যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রের প্রাপ্তবয়স্ক নাগরিকগণ সর্বজনীন ভোটাধিকার প্রয়োগ করে পছন্দ অনুযায়ী প্রতিনিধি বাছাই করে তাকে নির্বাচন বলে।</p> <p>১৭।      গণতন্ত্রের মৌলিক বিষয় কোনটি?</p> <p>            উত্তর : গণতন্ত্রের মৌলিক বিষয় হলো নির্বাচন।</p> <p>১৮।      আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের</p> <p>            গণতন্ত্রের সংজ্ঞাটি লেখ।</p> <p>            উত্তর : গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিংকন বলেন, ‘গণতন্ত্র হচ্ছে জনগণের, জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকারব্যবস্থা।’</p> <p>১৯।      নির্বাচকমণ্ডলী কাকে বলে?</p> <p>          উত্তর : নির্বাচকের সমষ্টিকে নির্বাচকমণ্ডলী<br /> বলা হয়।</p> <p>২০।      প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে?</p> <p>            উত্তর : যে শাসনব্যবস্থায় নাগরিকরা প্রত্যক্ষ বা সরাসরিভাবে শাসনকার্য পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায় তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে।</p> <p>২১।      রাজনৈতিক দলের সংজ্ঞা দাও।</p> <p>            উত্তর : রাজনৈতিক দল বলতে একটি সংগঠিত নাগরিক সমষ্টিকে বোঝায়, যারা দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে জনমত গঠনের মধ্য দিয়ে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে।</p> <p>২২। প্লেটো গণতন্ত্রকে কিসের শাসন হিসেবে অভিহিত</p> <p>            করেছেন?</p> <p>            উত্তর : প্লেটো গণতন্ত্রকে মূর্খ ও অযোগ্যের শাসন হিসেবে অভিহিত করেছেন।</p> <p>২৩।      কত সালে ব্রিটিশ শাসনের অবসান হয়?</p> <p>            উত্তর : ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান হয়।</p> <p>২৪। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস কে?</p> <p>            উত্তর : গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ।</p> <p>২৫।      গণতান্ত্রিক ব্যবস্থায় বিকল্প সরকার কে?</p> <p>            উত্তর : গণতান্ত্রিক ব্যবস্থায় বিকল্প সরকার হলো</p> <p>            বিরোধী দল।</p> <p>২৬।      সরকার ও জনগণের সেতুবন্ধ রচনা করে কোনটি?</p> <p>            উত্তর : রাজনৈতিক দল সরকার ও জনগণের</p> <p>            সেতুবন্ধ রচনা করে।</p> <p>২৭।      নির্বাচন কমিশনের মেয়াদ কত বছর?</p> <p>            উত্তর : নির্বাচন কমিশনের মেয়াদ পাঁচ বছর।</p> <p>২৮।      বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন?</p> <p>            উত্তর : বাংলাদেশের সরকার ব্যবস্থা গণতান্ত্রিক।</p> <p>২৯।      প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দান করেন কে?</p> <p>            উত্তর : প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ</p> <p>            দান করেন রাষ্ট্রপতি।</p> <p>৩০।      বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কত সালে?</p> <p>            উত্তর : ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান</p> <p>            প্রণীত হয়।</p> <p> </p> <p> </p>