<p>পঞ্চম অধ্যায়</p> <p><strong>বাংলার ইতিহাস (পাকিস্তান আমল)</strong></p> <p> </p> <p>বহু নির্বাচনী প্রশ্ন</p> <p>[পূর্বপ্রকাশের পর]</p> <p>২২।      যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কত দিন স্থায়ী ছিল?</p> <p>            ক) ৫৩ দিন         খ) ৫৪ দিন</p> <p>            গ) ৫৫ দিন         ঘ) ৫৬ দিন</p> <p>২৩।      ১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক আইনসভার মোট আসন সংখ্যা কত ছিল?</p> <p>            ক) ৩০৫টি          খ) ৩০৭টি</p> <p>            গ) ৩০৯টি           ঘ) ৩১০টি</p> <p>২৪।      যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা ছিল—</p> <p>            ক) পাটশিল্পকে জাতীয়করণ করা</p> <p>            খ) বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি</p> <p>            গ) মোহাজেরদের পুনর্বাসন</p> <p>            ঘ) প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা</p> <p>২৫।      বর্ধমান হাউসের বর্তমান নাম কী?</p> <p>            ক) গণভবন         খ) বাংলা একাডেমি</p> <p>            গ) কলাভবন        ঘ) শিল্পকলা একাডেমি</p> <p>২৬।      গণ-আন্দোলনের মুখে কখন আইয়ুব খানের পতন হয়?</p> <p>            ক) ১৯৬৫ সালে   খ) ১৯৬৭ সালে</p> <p>            গ) ১৯৬৯ সালে    ঘ) ১৯৭০ সালে</p> <p>২৭।      কখন আইয়ুব খান পাকিস্তানে ‘মৌলিক গণতন্ত্র</p> <p>            আদেশ’ জারি করেন?</p> <p>            ক) ১৯৫৯ সালের ২৭ মার্চ</p> <p>            খ) ১৯৫৯ সালের ২৬ জুন</p> <p>            গ) ১৯৫৯ সালের ২৭ জুন</p> <p>            ঘ) ১৯৫৯ সালের ২৭ অক্টোবর</p> <p>          নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের</p> <p>          উত্তর দাও :</p> <p>            যুগোস্লাভিয়ার বসনিয়া বহুকাল থেকেই মুসলিমপ্রধান অঞ্চল। কিন্তু একই অঞ্চলের খ্রিস্টান আধিপত্যের কারণে মুসলমানরা খ্রিস্টান প্রশাসন দ্বারা নির্যাতিত ও শোষিত হতে থাকে। ফলে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জনে সচেষ্ট হয়। খ্রিস্টানরা তাদের দমন করতে গণহত্যা চালায়।</p> <p>২৮।      উদ্দীপকের নির্যাতন ও গণহত্যার সাথে নিচের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে?</p> <p>            ক) পশ্চিম পাকিস্তানের প্রতি পূর্ব পাকিস্তানের নির্যাতন</p> <p>            খ) পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের নির্যাতন</p> <p>            গ) পশ্চিম বাংলার প্রতি ব্রিটিশদের নির্যাতন</p> <p>            ঘ) পূর্ব বাংলার প্রতি ব্রিটিশদের নির্যাতন</p> <p>২৯।      উক্ত গণহত্যার উদ্দেশ্য ছিল—</p> <p>            i. জাতিকে মেধাশূন্য করা</p> <p>            ii. জাতিকে নেতৃত্বহীন করা</p> <p>            iii. নিজেদের বীরত্ব প্রকাশ করা</p> <p>          নিচের কোনটি সঠিক?</p> <p>            ক) i ও ii            খ) i ও iii</p> <p>            গ) ii ও iii          ঘ) i, ii ও iii</p> <p>৩০।      কত সালে পাকিস্তানের সামরিক আইন জারি করা হয়?</p> <p>            ক) ১৯৫৬ সালে   খ) ১৯৫৮ সালে</p> <p>            গ) ১৯৬২ সালে    ঘ) ১৯৬৫ সালে</p> <p> </p> <p>          উত্তর : ২২. ঘ ২৩. গ ২৪. খ ২৫. খ</p> <p>            ২৬. গ ২৭. ঘ ২৮. খ ২৯. ক ৩০. খ।</p> <p> </p> <p> </p>