<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওঠ রে চাষী জগদ্বাসী ধর কষে লাঙল</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা মরতে আছি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভাল করেই মরব </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এবার চল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কৃষাণের গান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কবিতার এ দুটি পঙক্তির মাধ্যমে কাজী নজরুল ইসলাম কৃষককে রামায়ণের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সীতা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হিসেবে কল্পনা করেছেন।  কৃষকদের হালের ফলায় শস্য আসে অথচ দস্যুরূপী বণিক রাবণ, ঔপনিবেশিক রাবণ, পুঁজিবাদী রাবণরা সেসব গ্রাস করে। নিজের কষ্টের ফসলে অন্য মানুষের পেট ভরলেও নিজের পেট ভরার মতো কিছুই তাঁর অবশিষ্ট থাকে না। অথচ সভ্যতার একেবারে শুরুর দিকে একমাত্র পেশা ছিল কৃষি। প্রথমে মানুষ ছিল যাযাবর। বনের গাছপালা থেকে ফলমূল ও সবজি সংগ্রহ আর পশুপাখি শিকার করে তাদের দিন যেত। আলাদাভাবে পশু পালন কিংবা ফসল রোপণের চিন্তা তাদের মাথায় আসেনি। এক এলাকায় খাবারের সংকট হলে তারা দলবল নিয়ে চলে যেত অন্য এলাকায়। তবে এই ধরনের জীবন ছিল যথেষ্ট কষ্টের, বিশেষ করে ভিন্ন ভিন্ন এলাকায় আলাদা পরিবেশ ও জীবজন্তুর সঙ্গে তাদের মানিয়ে নিতে হতো। মানুষ তাই বিকল্প কিছু চিন্তা করতে শুরু করে। ১০ হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে যাযাবর মানুষেরা খেয়াল করল, মাটিতে বীজ পুঁতে রাখলে তা থেকে চারা বের হয়। সেই চারা বড় হয়ে ফল ধরে। তারা এবার এই পদ্ধতিতে খাবারের বন্দোবস্ত শুরু করে ও এক জায়গায় থিতু হতে থাকে। কৃষিকাজের সূচনা হয় এভাবেই। এসব যাযাবর মানুষই ছিল পৃথিবীর প্রথম কৃষক। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কৃষকরা আমাদের সমাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যাঁরা খাদ্য উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতি ও সমাজকে সমৃদ্ধ করেন। দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা প্রত্যক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। অথচ এ দেশে কৃষকদের জীবনে চ্যালেঞ্জের শেষ নেই। আধুনিক প্রযুক্তির অভাব, প্রয়োজনীয় উপকরণের অভাব, ভূগর্ভস্থ পানি ব্যবহারের উচ্চ খরচ, খরা, রাসায়নিক ব্যবস্থাপনার জঞ্জাল, উচ্চ সুদের কৃষিঋণ, জলবায়ুর পরিবর্তন মোকাবেলা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব কিছুকে একহাতেই সামাল দিতে হয় তাঁদের। একটি কৃষিপণ্য উৎপাদনের পেছনে কৃষকদের যে পরিশ্রম, মান, শ্রমের গল্প থাকে, ক্রেতাদের তা অজানাই থাকে। ফলন কম হলে কৃষকের হা-হুতাশের শেষ থাকে না। কোনো পণ্যের উৎপাদন বেশি হলে হুট করে আবার বাজারমূল্য পড়ে যায়। তখন বেকায়দায় পড়েন কৃষক নিজেই। টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য পূরণে দেশের কৃষিব্যবস্থা ও কৃষকদের জীবনমান উন্নয়নের কোনো বিকল্প নেই।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আল সানি</span></span></span></span></p>