<p>অষ্টম অধ্যায়</p> <p><strong>নগদান বই</strong></p> <p> </p> <p>বহু নির্বাচনী প্রশ্ন</p> <p> উদ্দীপকটি পড়ো এবং ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও :</p> <p> রাফি মার্চ মাসের ১৭ তারিখে জনিকে তার পাওনা ৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৪,৮১০ টাকার একটি চেক প্রদান করে।   </p> <p>১।         লেনদেন কোন ধরনের নগদান বইয়ে সংরক্ষণ<br /> করতে হবে?       </p> <p>            ক) একঘরা নগদান বইয়ে    খ) দুইঘরা নগদান বইয়ে  <br /> গ) তিনঘরা নগদান বইয়ে     ঘ) খুচরা নগদান বইয়ে </p> <p>২।        উদ্দীপকের আলোকে—    </p> <p>            i. ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে ৪,৮১০ টাকা বসবে</p> <p>            ii. ক্রেডিট দিকে বাট্টার ঘরে ১৯০ টাকা বসবে   </p> <p>      iii. ক্রেডিট দিকে নগদের ঘরে ৪,৮১০ টাকা বসবে       </p> <p>            নিচের কোনটি সঠিক?</p> <p>            ক) i ও ii            খ) i ও iii          <br /> গ) ii ও iii          ঘ) i, ii ও iii</p> <p>৩।        ১০,০০০ টাকার পণ্য ক্রয় করে ৩,০০০ টাকা প্রদান করলে নগদান বইয়ের বহির্ভূত অর্থের পরিমাণ কত?   </p> <p>            ক) ১,০০০ টাকা   খ) ৭,০০০ টাকা  </p> <p>            গ) ৯,০০০ টাকা               ঘ) ৩,০০০ টাকা </p> <p>৪।        একঘরা নগদান বই সর্বদা কোনটি প্রকাশ করে?     </p> <p>            ক) ডেবিট উদ্বৃত্ত                খ) ক্রেডিট উদ্বৃত্ত  </p> <p>             গ) ব্যবসায়ের মুনাফা     ঘ) ব্যবসায়ের ক্ষতি </p> <p>৫।        কন্ট্রা এন্ট্রি কী?   </p> <p>            ক) বিপরীত দাখিলা           খ) সমন্বয় দাখিলা  </p> <p>            গ) দ্বিগুণ দাখিলা               ঘ) প্রাথমিক দাখিলা  </p> <p>৬।        বিপরীত দাখিলা লেখা হয়—  </p> <p>            i. তিনঘরা নগদান বইতে      ii. দুইঘরা নগদান বইতে    <br /> iii. চারঘরা নগদান বইতে</p> <p>            নিচের কোনটি সঠিক?</p> <p>            ক) i ও ii                        খ) i ও iii          </p> <p>            গ) ii ও iii                      ঘ) i, ii ও iii</p> <p>৭।        বিপরীত দাখিলায় প্রভাবিত হয়—   </p> <p>            ক) নগদান হিসাব             খ) ব্যাংক হিসাব    <br /> গ) নগদান ও মূলধন হিসাব ঘ) নগদান ও ব্যাংক হিসাব </p> <p>          উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নং প্রশ্নের<br /> উত্তর দাও :</p> <p>            জনাব রনি শফি ট্রেডার্স-এর নিকট ৫% কারবারি বাট্টায় ৩০,০০০ টাকার পণ্য বিক্রয় করেন। বিক্রয় শর্ত ৩/১৫, নিট ৪০।</p> <p>৮।        উদ্দীপকের বিক্রয় শর্তে উল্লিখিত বাট্টা কোন<br /> ধরনের?      </p> <p>            ক) বিক্রয় বাট্টা                 খ) প্রাপ্ত বাট্টা       <br /> গ) প্রদত্ত বাট্টা      ঘ) ক্রয় বাট্টা</p> <p>৯।        যদি শফি ট্রেডার্স ১০ দিনের মধ্যে তার দেনা<br /> টাকা পরিশোধ করেন তাহলে কত টাকা<br /> বাট্টা পাবেন?    </p> <p>            ক) ৮৫৫ টাকা                 খ) ৯০০ টাকা    </p> <p>            গ) ১৪২৫ টাকা                ঘ) ১৫০০ টাকা </p> <p>১০।      তিনঘরা নগদান বইতে লিপিবদ্ধ হয়—   </p> <p>            ক) ক্রয় বাট্টা        খ) বিক্রয় বাট্টা   <br /> গ) কারবারি বাট্টা              ঘ) নগদ বাট্টা  </p> <p>১১।       তিনঘরা নগদান বইতে কয়টি ঘর থাকে?      </p> <p>            ক) ১৪টি             খ) ১২টি    <br /> গ) ১০টি             ঘ) ৮টি </p> <p> </p> <p><strong>উত্তর :</strong> ১. গ ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. ক ৭. ঘ ৮. গ ৯. ক ১০. ঘ ১১. ক।</p> <p> </p> <p> </p> <p> </p>