<p>ত্রয়োদশ অধ্যায়</p> <p>তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ</p> <p>এককথায় উত্তর</p> <p>১।          পরিবারের মাসিক আয় ও ব্যয়কে কী ধরনের তথ্য বলা হয়?</p> <p>  উত্তর : অবিচ্ছিন্ন তথ্য।</p> <p>২।          ‘বাংলাদেশের গত পাঁচ বছরের ধানের উৎপাদন’—এটি কোন ধরনের তথ্য?</p> <p>  উত্তর : অবিচ্ছিন্ন তথ্য।</p> <p>৩।          ‘বাংলাদেশের কোনো এক দিনের তাপমাত্রা’—এটি কোন ধরনের তথ্য?</p> <p>  উত্তর : অবিচ্ছিন্ন তথ্য।</p> <p>৪।          কোনো শ্রেণির সর্বনিম্ন মানকে কী বলে?</p> <p>  উত্তর : নিম্নসীমা।</p> <p>৫।          পরিসরকে যতগুলো শ্রেণিতে ভাগ করা হয় তার সংখ্যাকে কী বলে?</p> <p>  উত্তর : শ্রেণিসংখ্যা।</p> <p>৬।          গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করতে সাধারণত কয়টি ধাপ অনুসরণ করতে হয়?</p> <p>  উত্তর : চারটি।</p> <p>৭।          পরিসর নির্ণয়ের সূত্রটি কী?</p> <p>  উত্তর : পরিসর = (সর্বোচ্চ মান - সর্বনিম্ন মান) + ১।</p> <p>৮।          লাইব্রেরির বইয়ের সংখ্যা—কোন ধরনের তথ্য?</p> <p>  উত্তর : বিচ্ছিন্ন তথ্য।</p> <p>৯।          সংখ্যাসূচক তথ্যাবলিকে পরিসংখ্যানের কী বলা যেতে পারে?</p> <p>  উত্তর : উপাত্ত।</p> <p>১০।         ‘আলভীর ওজন ৫২ কেজি’—এখানে ৫২ সংখ্যাকে কী বলা যায়?</p> <p>  উত্তর : উপাত্ত।</p> <p>১১।         উপাত্তের সংখ্যার উপর ভিত্তি করে সুবিধামতো ব্যবধান নিয়ে উপাত্তকে কতগুলো শ্রেণিতে বিভক্ত করাকে কী বলে?</p> <p>  উত্তর : শ্রেণিবিন্যাস।</p> <p>১২।         সংগৃহীত তথ্যকে একটি ছকে বসিয়ে বিন্যস্ত করাকে কী বলে?</p> <p>  উত্তর : প্রক্রিয়াজাতকরণ।</p> <p>১৩।         উপাত্তকে শ্রেণিবিন্যাস করা হয় কিসের ওপর ভিত্তি করে?</p> <p>  উত্তর : উপাত্তের সংখ্যার উপর।</p> <p>১৪। অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে পরিসর নির্ণয়ের সূত্রটি লেখো।</p> <p>  উত্তর : (সর্বোচ্চ মান - সর্বনিম্ন মান) + ১।</p> <p>১৫।         কোনো অবিন্যস্ত উপাত্তে সর্বোচ্চ মান ৯০, সর্বনিম্ন মান ৩৫ এবং শ্রেণি ব্যবধান ৫ হলে, শ্রেণি সংখ্যা কত?</p> <p>  উত্তর : ১২।</p> <p>১৬।         অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করার সবচেয়ে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক পদ্ধতি কী?</p> <p>  উত্তর : গণসংখ্যা নিবেশন সারণি।</p> <p>১৭।         প্রতিটি ট্যালি চিহ্ন দ্বারা কী নির্দেশ করে?</p> <p>  উত্তর : এক একটি গণসংখ্যা।</p> <p>১৮।         কোনো উপাত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন  মানের ব্যবধানকে কী বলে?</p> <p>  উত্তর : পরিসর।</p> <p>১৯।         ‘পরিবারের সদস্যের সংখ্যা’—কোন ধরনের তথ্য?</p> <p>  উত্তর : বিচ্ছিন্ন তথ্য।</p> <p>২০।         ‘একটি গাছের উচ্চতা’—কী ধরনের তথ্য?</p> <p>  উত্তর : অবিচ্ছিন্ন তথ্য।</p> <p>২১।         তোমাদের শ্রেণিকক্ষের মোট শিক্ষার্থীদের সংখ্যা—কোন ধরনের তথ্য?</p> <p>  উত্তর : বিচ্ছিন্ন তথ্য।</p> <p>২২। ‘তোমার ঘরে বইয়ের সংখ্যা’—কোন ধরনের তথ্য?</p> <p>  উত্তর : বিচ্ছিন্ন তথ্য।</p> <p>২৩।         অনুসন্ধান ক্ষেত্র হতে বর্ণনামূলক বা সংখ্যাসূচক মান সংগ্রহ করা হলে তাকে কী বলে?</p> <p>  উত্তর : তথ্য।</p> <p>২৪। পরিসংখ্যানে তথ্য সংগ্রহের পরবর্তী কাজ কী?</p> <p>  উত্তর : তথ্যকে প্রক্রিয়াজাতকরণ।</p> <p>২৫। ‘তোমাদের শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের মধ্যে ১০ জন শিক্ষার্থী ক্রিকেট খেলতে পছন্দ করে’— পরিসংখ্যানের ভাষায় এটিকে কী বলে?</p> <p>  উত্তর : তথ্য।</p>