ডিসিদের প্রস্তাব বেড়েছে শতাধিক

দেলওয়ার হোসেন
দেলওয়ার হোসেন
শেয়ার
ডিসিদের প্রস্তাব বেড়েছে শতাধিক

এবারের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ৫৬টি মন্ত্রণালয়, বিভাগ, কার্যালয় ও সংস্থা সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগে প্রায় ৩৫০টি প্রস্তাব এসেছে। গত বছর এই প্রস্তাবের সংখ্যা ছিল ২৪৫টি। ফলে গত বছরের চেয়ে এবার এক শর বেশি প্রস্তাব করেছেন ডিসিরা। প্রতিবছর বেশির ভাগ প্রস্তাব থাকে ডিসি ও ইউএনওদের ক্ষমতা বা দায়িত্বের পরিধি বাড়ানো ও সুযোগ-সুবিধা বৃদ্ধিসংক্রান্ত।

এবারও প্রস্তাব বাড়ার সঙ্গে ক্ষমতার পরিধি ও সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রসঙ্গ বেশি এসেছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবারের ডিসি সম্মেলনে প্রথমবারের মতো সাবেক মন্ত্রিপরিষদসচিবরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরবেন ও পরামর্শ দেবেন। এ জন্য সম্মেলনের প্রথম দিন আগামী রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উন্নয়নে মাঠ প্রশাসন শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

আলোচনাসভায় সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রিপরিষদসচিবরা।

সাবেক মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা কালের কণ্ঠকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে তাঁকে জানানো হয়েছে। প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

ডিসি ও বিভাগীয় কমিশনারদের কথার পরিপ্রেক্ষিতে আলোচনা করব। এতে সাবেক-বর্তমান কর্মকর্তাদের মধ্যে একটা আন্ত সংযোগ তৈরি হবে।

মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, সাবেক মন্ত্রিপরিষদসচিবরা তাঁদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। প্রয়োজনীয় বিষয়ে পরামর্শ দেবেন। এতে মাঠ প্রশাসনের কর্মকর্তারা উপকৃত হবেন।

ডিসি সম্মেলনের গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, ডিসি সম্মেলনের আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা মাঠের বাস্তবতা জানার সুযোগ পেয়ে থাকেন। আবার ডিসিরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাত্ক্ষণিক কিছু নির্দেশনা পান।  

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. আমিন উল আহসান কালের কণ্ঠকে বলেন, সাবেক মন্ত্রিপরিষদসচিবদের সঙ্গে আলোচনাসভার বিষয়টি মন্ত্রিপরিষদসচিব নিজেই দেখভাল করছেন। এবারের ডিসি সম্মেলনে প্রায় সাড়ে তিন শ প্রস্তাব এসেছে। এসব প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আলোচনা করা হবে।  

আগামী ৩ থেকে ৬ মার্চ ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে। গত বছর এই সম্মেলন তিন দিন হলেও এবার চার দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসি সম্মেলন-২০২৪-এর উদ্বোধন করবেন এবং ভাষণ দেবেন। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে মাঠ প্রশাসন সম্পৃক্ত বিষয়াদি নিয়ে মুক্ত আলোচনা হবে ডিসি ও বিভাগীয় কমিশনারদের। প্রথম কার্য অধিবেশন হবে প্রধানমন্ত্রীর কার্যালয় সম্পর্কে। অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। এবারের ডিসি সম্মেলনে মোট ৩০টি অধিবেশন রয়েছে। এর মধ্যে প্রথম দিন রয়েছে সাতটি, দ্বিতীয় দিন ৯টি, তৃতীয় দিন সাতটি ও চতুর্থ দিন সাতটি অধিবেশন। প্রথম দিন স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা, সমাজকল্যাণ, যুব ও ক্রীড়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে তিনটি অধিবেশন হবে। একইভাবে অন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে আলোচনায় বসবেন ডিসি-বিভাগীয় কমিশনাররা। এ সময় প্রতি মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সচিব এবং অধিদপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন।        

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান কালের কণ্ঠকে বলেন, প্রতি জেলার অর্থনীতির উন্নয়নে বিশেষ করে আলোচনা হবে। জিআই পণ্য ব্র্যান্ডিং করা, বিদেশি শ্রমিকদের টাকা সঠিক মাধ্যমে আসা, ইকোনমিক জোন ও বিসিক শিল্পনগরীর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এ জন্য শেষদিন হবে ফিডব্যাক অধিবেশন ও সম্মেলনের মূল্যায়ন বিষয়ে একটি অধিবেশন রয়েছে। ডিসিরা সম্মেলনে কী পেলেন এবং মাঠে গিয়ে কী কাজ করবেন সে বিষয়ে একটি পরিকল্পনা ঠিক করে দেওয়া হবে।

 

রাষ্ট্রপতির সঙ্গে ডিসি-বিভাগীয় কমিশনারদের সাক্ষাৎ হচ্ছে না

প্রতিবছর ডিসি সম্মেলনের সময় ডিসি ও বিভাগীয় কমিশনাররা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি মাঠ প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উদ্দেশে বেশ কিছু নির্দেশনা দেন। কিন্তু এবার রাষ্ট্রপতির সঙ্গে ডিসি-বিভাগীয় কমিশনাররা সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করবেন। আর ডিসি সম্মেলন শুরু হবে পরদিন রবিবার সকাল সাড়ে ৮টায়।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান বলেন, রাষ্ট্রপতির সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনারদের সাক্ষাতের চেষ্টা করা হয়েছিল। কিন্তু রাষ্ট্রপতি দেশের বাইরে যাওয়ায় সম্ভব হচ্ছে না। জানা যায়, ডিসি ও বিভাগীয় কমিশনাররা এবার সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে। সম্মেলনের দ্বিতীয় দিন সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ এবং মতবিনিময় করবেন। এরপর নৈশ ভোজে অংশ নেবেন। শেষ দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় বিচার বিভাগ সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন প্রধান বিচারপতি। এরপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হবে। সর্বশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশ ভোজে অংশ নেওয়ার মাধ্যমে শেষ হবে এবারের ডিসি সম্মেলন।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বগুড়ার দইয়ের সুনাম দেশজুড়ে

শেয়ার
বগুড়ার দইয়ের সুনাম দেশজুড়ে
বগুড়ার দইয়ের সুনাম দেশজুড়ে। সেই দই রাখার মৃৎপাত্র তৈরি করে রোদে শুকানো হচ্ছে। জেলার শাজাহানপুর উপজেলার করতোয়া নদীর তীরঘেঁষা আড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি : ঠাণ্ডা আজাদ
মন্তব্য
ডিএমপি

শাহবাগ, সচিবালয় ও যমুনার সামনে সভা সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শাহবাগ, সচিবালয় ও যমুনার সামনে সভা সমাবেশ নিষিদ্ধ

রাজধানীর শাহবাগসহ বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও এর আশপাশে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৩ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা করা যাবে না।

বিজ্ঞপ্তিতে যমুনার পার্শ্ববর্তী এলাকা হিসেবে ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টো রোডের কথা উল্লেখ রয়েছে।

এর আগে গত বছরের ২৫ আগস্ট এই দুটি জায়গায় অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল ডিএমপি।

গত মঙ্গলবার বিকেলে শাহবাগে ধর্ষণবিরোধী পদযাত্রায় নারী-পুরুষের একটি বিক্ষোভকারী দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রার চেষ্টা করলে পুলিশ তাদের ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়ে বাধা প্রদান করে। এ সময় পদযাত্রায় অংশগ্রহণকারীরা নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। নিকটবর্তী স্থানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে অনুরোধ করলে তারাও ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্যে অন্তত ১২ জন শিক্ষার্থী এবং রমনা জোনের এসিসহ পাঁচজন পুলিশ আহত হওয়ার খবর পাওয়া যায়।

ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বিক্ষোভে অংশগ্রহণকারী নারীদের নখের আঁচড়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

হামলায় রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। এ ছাড়া হামলাকারীদের আঘাতে রমনা ডিভিশনের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম, দুই নারী পুলিশ সদস্য এবং তিনজন পুরুষ কনস্টেবল আহত হন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের মাধ্যমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

মন্তব্য

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য (এমপি) সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং রাশিয়া দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর অ্যানটন চেরনোভ।

বৈঠক শেষে সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, এটাই প্রথমবার যেকোনো রুশ রাষ্ট্রদূত আমাদের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন।

আমাদের সঙ্গে রাশিয়ার যোগাযোগ ছিল ও আছে। তবে আনুষ্ঠানিকভাবে এটি প্রথমবার।

তিনি আরো বলেন, বৈঠকে রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক, অর্থায়ন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। জামায়াতে ইসলামী কেমন বাংলাদেশ চায় এবং আমাদের পারস্পরিক সম্পর্ক নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

দুটি বিষয়ে আমরা একমত হয়েছিপ্রথমত, বাংলাদেশে রাশিয়ার আর্থিক সহযোগিতা ও বিনিয়োগ বাড়বে। দ্বিতীয়ত, জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকবে।

এ সময় একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে রাশিয়ার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বৈঠকে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছে কি নাএমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ মো. তাহের বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে।

 

উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের নিন্দা

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকারের তথ্য ও সমপ্রচার উপদেষ্টা মাহফুজ আলমের জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল এমন মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, মাহফুজ আলম অসত্য ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি প্রতিবেশী দেশের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন।

তিনি আরো বলেন, শেখ মুজিবুর রহমানের আমলে গঠিত তদন্ত কমিশন জামায়াতের যুদ্ধাপরাধে সম্পৃক্ততার প্রমাণ পায়নি এবং শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। তিনি দাবি করেন, জামায়াত নেতাদের বিরুদ্ধে আদালতের রায়গুলো রাজনৈতিক প্রভাবিত এবং আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য ছিল।

তিনি মাহফুজ আলমের উদ্দেশে বলেন, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা হিসেবে রাজনৈতিক দল নিয়ে মন্তব্য করা তাঁর উচিত নয়। জামায়াত আহলে সুন্নত আল জামায়াতের অনুসারী এবং দীর্ঘদিন ধরে ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

মাহফুজ আলমকে তাঁর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশের আহ্বান এবং ভবিষ্যতে জামায়াত সম্পর্কে ভত্তিহীন বক্তব্য না দেওয়ার অনুরোধ করা হয় বিবৃতিতে।

 

 

মন্তব্য
মির্জা ফখরুল

ধর্ষণের প্রকাশ্য শাস্তির আইন করতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ধর্ষণের প্রকাশ্য শাস্তির আইন করতে হবে
মির্জা ফখরুল

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ এবং গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা। তাই এখন এই প্রথা ভেঙে রাষ্ট্রকে একটি নৈতিক জায়গায় আনতে হবে। একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাস করতে হবে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সম্প্রতি মাগুরায় একটি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, যেখানে আট বছরের একটি শিশু, আছিয়াকে ধর্ষণ করা হয়। এই ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক নির্যাতিতা আছিয়ার শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।

আইনি সহায়তার জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন।

তিনি বলেন, ২০১৮ সালে আওয়ামী সরকারের একতরফা নির্বাচনের সময় নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে বিএনপির সমর্থক এক গৃহবধূকে তাঁর বাড়িতে ঢুকে আওয়ামী সন্ত্রাসীরা সন্তানদের সামনে ধর্ষণ করে। নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা।

তিনি বলেন, দেশজুড়ে ভয়াবহভাবে ধর্ষণ বেড়েছে।

তবে দেশের বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে এমন ঘটনা ঘটছে, যা অনেকেই ভয়ে কিংবা মান-সম্মানের কারণে প্রকাশ করেন না। বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছে, বাদ পড়ছে না শিশুও। প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা ক্রমে বেড়েই চলেছে। এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
নারী ও শিশু নির্যাতন দেশ ও জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান, এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। দেশে এখন যা চলছে তা মেনে নেওয়া সম্ভব নয়।

বিএনপি মহাসচিব বিবৃতিতে আছিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকবিহ্বল পরিবার, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ