<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় গতকাল মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দিনভর সংঘর্ষ হয়েছে। সকাল থেকে শুরু হয়ে দফায় দফায় চলা এই সংঘর্ষে দুই কলেজের অন্তত ১৮ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া ১৫ জনের নাম পাওয়া গেছে। তারা হলো ঢাকা কলেজের শিক্ষার্থী মশিউর রহমান, আব্দুল্লাহ, তৌহিদুর রহমান তানভীর, বাদল, সামির, তাহমিদ সালেহ, আব্দুল্লাহ, আরিফ, শামীম, বখতিয়ার, মো. শামীম, নিশাত, হুজাইফা, ইয়াসিন ও আহনাফ মুশফিক এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী উসাইদ হোসেন মাহিদ। আহত বাকি শিক্ষার্থীরা অন্য হাসপাতালে চিকিৎসা নেয় বলে শিক্ষার্থী সূত্রে জানা গেছে। তাদের নাম জানা যায়নি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"><img alt="তুচ্ছ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ" height="240" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/09.September/11-09-2024/121/8654.jpg" style="float:left" width="400" />ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে মারামারির ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল দুপুরের দিকে দুই কলেজের শত শত শিক্ষার্থী রাস্তায় নেমে আসায় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় তীব্র যানজট সৃষ্টি হয়ে দুর্ভোগ পোহায় যাত্রী ও পথচারীরা। বিকেলে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে শিক্ষার্থীরা ফিরে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। সকালে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলেও দুপুর ১২টার পর উভয় কলেজের শত শত শিক্ষার্থী সড়কে নেমে আসে। সংঘর্ষে লাঠিসোঁটা ব্যবহারের পাশাপাশি ইটপাটকেল ছুড়তেও দেখা যায়। শুরুতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাউকে দেখা না গেলেও দুপুরের দিকে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে। পরে সেনা সদস্যরা ঘটনাস্থলে যান। শিক্ষার্থীদের বুঝিয়ে তাঁরা তাদের নিজ নিজ কলেজে ফেরত পাঠান। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এরপর আবার রাস্তায় নেমে আসে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সেনা সদস্যরা তাদের পুনরায় কলেজে ফেরত পাঠান। এর আগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সাইনবোর্ড ভেঙে নিয়ে চলে যায়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন দুই কলেজের শিক্ষার্থীরা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, এদিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান চলছিল। এই অনুষ্ঠানে আইডিয়ালের কয়েকজন শিক্ষার্থীও আসে। সেখানে কথা-কাটাকাটি হলে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি ঘটনাস্থলেই মীমাংসা করা হয়। কিন্তু পরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজে হামলার উদ্দেশে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে জড়ো হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তবে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের দাবি, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কোথায় কী হয়েছে, আমাদের জানা নেই। ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ করে এসে আমাদের কলেজে ভাঙচুর চালায়। এ সময় তারা কলেজের সাইনবোর্ড ভেঙে নিয়ে যায়। আমাদের শিক্ষার্থীরা তা মেনে নিতে পারেনি। পরে শিক্ষার্থীরা ঢাকা কলেজের উদ্দেশে রওনা দেয়। সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা চালায়।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নিউ মার্কেট থানার ওসি মহসীন উদ্দিন জানান, দুই পক্ষের সঙ্গে কথা হয়েছে। যতটুকু বুঝতে পেরেছি, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করেই তারা সংঘর্ষে জড়িয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপে বিকেল ৩টার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p> <p> </p>