<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশের শত্রুরা জানে, জামায়াতে ইসলামী ভাঙবে, কিন্তু মচকাবে না। অন্যায়ের কাছে মাথা নত করবে না। দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করতে রাজি হবে না। অন্যায়ের প্রতিবাদ করতে পিছপা হবে না। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত সোমবার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জামায়াতের শীর্ষ এ নেতা বলেন, টানা ১৭ বছর ছয় মাস এই জাতি বন্দিত্বের নিঘরে বন্দি ছিলেন। মানুষের মুখে ছিল তালা, হাতে ছিল হাতকড়া, পায়ে ছিল বেড়ি। ১৮ কোটি মানুষ ছিল মজলুম। রাস্তায় যে ভাইটি ভিক্ষা করতেন, তিনিও মজলুম। কারণ ভিক্ষুকদের চাঁদা দিতে হতো গুন্ডাদের। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মতবিনিময়সভায় জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইজ্জত উল্লাহ, টাঙ্গাইল শহর শাখার সভাপতি মামুন আব্দুল্লাহ প্রমুখ। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">হিন্দু ভাইদের আন্দোলনে উসকানি দিচ্ছে আ. লীগ : সেক্রেটারি জেনারেল </span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, হিন্দু ভাইদের আন্দোলনে উসকানি দিচ্ছে আওয়ামী লীগের লোকজন। জুডিশিয়াল ক্যু করে অন্তর্বর্তী সরকার সরানোর ষড়যন্ত্র ছাত্র-জনতা রক্ষা করেছে। ফ্যাসিবাদের বিদেশি বন্ধুরা প্রতিবিপ্লবের ইন্দন দিচ্ছে। গত সোমবার মুন্সীগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন সম্মেলন এবং গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আ জ ম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. সাইফুল আলম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম প্রমুখ।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাসুল (সা.)-এর আদর্শই সমাজকে আলোকিত করতে পারে : ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, বর্তমান জাহেলিয়াতপূর্ণ সমাজকে আলোকিত করার একমাত্র পথ হলো রাসুল (সা.)-এর আদর্শকে মেনে চলা। তিনি মানবতার জন্য আদর্শ জীবন ও সাম্যের উদাহরণ স্থাপন করেছেন, যা আজকের সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক। গত সোমবার চৌদ্দগ্রাম পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রশিবির কুমিল্লা জেলা পূর্ব শাখা আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কুমিল্লা জেলা পূর্ব শাখার সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মহি উদ্দীন রনির সঞ্চালনায় মাহফিলে প্রধান মুফাসসির ছিলেন বিশিষ্ট আলেম, লেখক ও গবেষক মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বৈষম্যবিরোধী আন্দোলনের নায়কদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করতে হবে : নূরুল ইসলাম বুলবুল</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নায়কদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করতে হবে। তাঁদের ত্যাগের বিনিময়েই দেশ ও জাতি ১৫ বছরের বিড়ম্বনা ও যন্ত্রণা থেকে রক্ষা পেয়েছে। ছাত্র-জনতার আন্দোলন ও তাঁদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হয়েছেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত সোমবার রাতে পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কার্যালয়ে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ফজলুল হক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন এবং ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আব্দুর রহিম জীবন।</span></span></span></span></span></p> <p> </p>