<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তালিকায় শীর্ষ ৫০ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন তিনি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সম্প্রতি ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের এই তালিকা প্রকাশ করেছে জর্দানের রাজধানী আম্মানভিত্তিক প্রতিষ্ঠান </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দ্য রয়াল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর তালিকাটি প্রকাশ করে আসছে। ধর্মীয় চিন্তাভাবনা, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্প ও সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া ও বিনোদন, গণমাধ্যমসহ ১৩টি ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন এবং নিজ দেশ ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দ্য মুসলিম ৫০০ : দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> শিরোনামের এই তালিকায় স্থান পান। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এবারের তালিকায় প্রথম স্থানে রয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আল হোসাইন। দ্বিতীয় অবস্থানে আছেন ইয়েমেনি ইসলামী পণ্ডিত শেখ আল-হাবিব ওমর বিন হাফিজ। তৃতীয় স্থানে আছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। চতুর্থ অবস্থানে আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সপ্তম অবস্থানে সংযুক্ত আরব-আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। অষ্টম স্থানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। এ ছাড়া ১২তম অবস্থানে রয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ১৫তম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ১৮তম ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। ২০তম মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ৩০তম আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। ৩২তম পাকিস্তানি ইসলামী পণ্ডিত মাওলানা তারিক জামিল। ৩৫তম তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। ৩৯তম মিসরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ। ৪৭তম অবস্থানে আছেন মিসরীয় সমাজকর্মী ড. আমর খালেদ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিন দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p>