<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচার এখন জনগণের দাবি। বিচারের মুখোমুখি করা না হলে ভবিষ্যতে তাঁরা আরো অপরাধ করবেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শুক্রবার প্রতিবেদনটি প্রকাশ করে এএফপি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিবেদনে জামায়াত আমির বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালেই জামায়াতের কয়েকজন নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে অবিচার করা হয়েছে। আমরাও অবিচার করব, এমন নীতিতে আমরা বিশ্বাস করি না। তবে মানুষ তাঁদের (শেখ হাসিনা ও তাঁর সহযোগী) বিচার চায়। দেশে যখন মানবতাবিরোধী অপরাধ হবে, তখন এই আইনে বিচার করতে কোনো সমস্যা নেই।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শফিকুর রহমান বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা চাই বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুন। আমাদের অনেক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আমরা বিশ্বাস করি, তাঁর (তারেক রহমান) বিরুদ্ধেও এমন মিথ্যা মামলা হয়েছে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিএনপির সঙ্গে জামায়াতের কোনো জোট নেই জানিয়ে এই শীর্ষ নেতা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত অংশ নেবে। তবে এই নির্বাচনব্যবস্থা গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারকে সংস্কারের প্রয়োজনীয় সময় দিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।</span></span></span></span></span></p> <p> </p>