<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিজারিয়া শহরের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। তবে গতকাল শনিবারের ওই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, উত্তর ইসরায়েলে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। তবে হামলার সময় ওই ভবনে নেতানিয়াহু ছিলেন না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, লেবানন থেকে উৎক্ষপণ করা হয়েছিল ড্রোনটি। তবে এটি অন্য একটি ভবনে আঘাত হানে। সেই ভবনে কী ক্ষয়ক্ষতি হয়েছে তাত্ক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি। একই সময় মোট তিনটি ড্রোন ছোড়া হয়েছিল ইসরায়েলের দিকে। তবে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্য দুটি ড্রোন ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ঠেকিয়ে দেয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ২</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল ইসরায়েলি ড্রোন হামলায় বৈরুতের উত্তরাঞ্চলে অন্তত দুজনের প্রাণহানি ঘটেছে। গত বছর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াই শুরুর পর এই প্রথম জুনিয়েহ এলাকায় হামলা হলো।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈরুতের সঙ্গে লেবাননের উত্তরাঞ্চলের সংযোগ সড়কে হামলার পর বিশালসংখ্যক সেনা মোতায়েন করেছে লেবানন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, গাড়ি চালানোর সময় ড্রোন হামলার কবলে পড়ে একজন পুরুষ ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় এক ব্যক্তি জানান, হামলা থেকে বাঁচতে ওই দম্পতি গাড়ি থামিয়ে তা থেকে বের হয়েছিলেন। এর পরও তাঁদের ছাড় দেওয়া হয়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হিজবুল্লাহর ১৫০০ যোদ্ধাকে হত্যার দাবি</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হিজবুল্লাহর এক হাজার ৫০০ যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জেনারেল হার্জে হালেভি। তিনি বলেছেন, এ হামলা অব্যাহত থাকবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শুক্রবার গোলানি ব্রিগেডের সেনাদের সঙ্গে দেখা করতে যান হালেভি। সেখানে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হিজবুল্লাহর ওপর যত শক্ত হামলা চালানো যায় ঠিক ততটা আমরা চালাব। তাদের কমান্ডারদের হত্যা করেছি। হিজবুল্লাহ হতাহতের সংখ্যা গোপন করছে। কমান্ডারদের মৃত্যুর তথ্যও গোপন করছে। আমাদের ধারণা, হিজবুল্লাহর এক হাজার ৫০০ যোদ্ধাকে হত্যা করেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বছরের শেষের দিকে গাজায় ইসরায়েলি হামলার পর ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্রমাগত হামলা চালায় হিজবুল্লাহ। ফলে ওই এলাকা থেকে বাসিন্দা সরিয়ে নিতে বাধ্য হয় ইসরায়েল। সূত্র : বিবিসি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>