<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবির বিষয়ে বিএনপির পথেই হাঁটছে  ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষের বেশির ভাগ রাজনৈতিক দল। রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে সাংবিধানিক সংকট সৃষ্টির পক্ষে নয় দলগুলো। তবে বিষয়টি নিয়ে গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো যেন বিভক্ত হয়ে না পড়ে সে ব্যাপারে সজাগ থাকতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলগুলোর নেতারা। মো. সাহাবুদ্দিনকে অপসারণের পক্ষে রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সংলাপের মধ্যে সংশ্লিষ্ট দলগুলোর এ অবস্থান স্পষ্ট হয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে বিএনপি এরই মধ্যে নিজেদেও অবস্থান জানিয়েছে। গত রবিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই মুহূর্তে সাংবিধানিক শূন্যতা তৈরি করতে পারে এমন কোনো হঠকারী পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। আমাদের দলীয় ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাব।  বিএনপির সঙ্গে যুগপত্ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ ও বাম গণতান্ত্রিক জোটের রাজনৈতিক দলগুলোও সবার ঐকমত্য ছাড়া এ ধরনের কোনো সিদ্ধান্ত না নেওয়ার পক্ষে মতামত দিয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের এমন বক্তব্যের পর তাঁকে অপসারণের দাবিতে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন। অন্তর্বর্তীকালীন সরকারও বিষয়টি ঝুলিয়ে রাখতে চায় না। সরকার এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায়। দাবির পক্ষে ঐকমত্য প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ও শনিবার বিএনপির সঙ্গে আলোচনা করেন তাঁরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরদিন রবিবার ১২ দলীয় জোট, গণ অধিকার পরিষদ এবং সর্বশেষ গতকাল সোমবার এবি পার্টির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিএনপির সিদ্ধান্তকে অনুসরণের বার্তা দেয় ১২ দলীয় জোট। জোটের শীর্ষ নেতা বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই অবস্থায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি নিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নানা মহল সাংবিধানিক সংকটের আশঙ্কা প্রকাশ করেছে, যা জাতীয় নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা আরো ঘনীভূত হয়েছে। এসব শঙ্কা দূর করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের নিয়োগ করা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আমাদের প্রতি কোনো সহানুভূতি নেই। বিএনপি আমাদের প্রধান মিত্র; তাদের সিদ্ধান্তকেই আমরা অনুসরণ করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়টিকে এই মুহূর্তে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপ্রয়োজনীয় বিতর্ক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। কালের কণ্ঠকে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই প্রক্রিয়ায় সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বিশেষ কোনো গোষ্ঠী বা পক্ষের চাপে অন্তর্বর্তীকালীন সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক আলোচনাসভায় অংশ নিয়ে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও কর্মসূচির সমালোচনা করেছেন গণতন্ত্র মঞ্চের আরেক শীর্ষ নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটি ভালো বার্তা দেয়নি। তাঁরা (আন্দোলনকারীরা) সরকারে থেকেই সরকারের কাছে দাবি জানাচ্ছেন। পথ একটাই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ন্যূনতম ঐক্য গড়ে তুলতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রপতি অপসারণের বিষয়টিকে এই মুহূর্তে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অগুরুত্বপূর্ণ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। বাম গণতান্ত্রিক জোটের অন্যতম এই নেতা কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই মুহূর্তে এটি আমরা চাই না। শেখ হাসিনা পালিয়ে গেছেন, তাঁর পদত্যাগ করা না করায় কিছু যায়-আসে না। এই ইস্যুটি নিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো, সাহাবুদ্দিনকে অপসারণে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। এই মুহূর্তে এটি আমরা চাই না। বরং এখন অন্তর্বর্তীকালীন সরকারকে আইন-শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দিতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপসারণের পক্ষে থাকলেও ঐকমত্য জরুরি : অন্যদিকে</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে নিজেদের অবস্থান জানালেও বিষয়টি ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়নের পরামর্শ দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। গতকাল সোমবার ছাত্র ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণ প্রশ্নে ছাত্রনেতাদের সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার পরামর্শ দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এর আগে গত রবিবার ছাত্র ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐকমত্য সৃষ্টিতে প্রধান উপদেষ্টাকে সংলাপ আয়োজনের আহ্বান জানায় গণ অধিকার পরিষদ।</span></span></span></span></p>