<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্ডারওয়ার্ল্ডের খুনাখুনিতে কিশোর ও তরুণদের ব্যবহার করার ঘটনাও ঘটেছে। রংপুরে একটি গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। ১৪-১৫ বছর বয়সের ছেলেরা এসব ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর নগরের পাশাড়ী এলাকার রিফাতুল ইসলাম জানান, মাদকের নেশার টাকা জোগাড়ে প্রথমে ছোটখাটো অপরাধে জড়িয়ে পড়ছে এসব কিশোর। পড়াশোনা থেকে ঝরে পড়া এই কিশোরদের স্কুল-কলেজের মোড়ে দল বেঁধে মেয়েদের উত্ত্যক্ত করতেও দেখা যায়। বাসাবাড়ি, দোকানে চুরি, রাস্তায় ছিনতাইয়ের মতো অপরাধ করছে নির্দ্বিধায়। এদের খপ্পরে পড়া বেশির ভাগ মানুষই ঝামেলা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে কোনো অভিযোগ করে না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তথ্য অনুযায়ী, রংপুর নগরের ধাপ কটকিপাড়া, পাশাড়ীপাড়া, খলিফাপাড়াজুড়ে চলছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। বিভিন্ন ছত্রচ্ছায়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোররা জড়িয়ে পড়ছে। কিশোরদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে। আবার মাদক ব্যবসা ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে। তারা ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর নগরের মিস্ত্রিপাড়া এলাকার সাইদুল ইসলাম জানান, ৩৩টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া, মহল্লা ও বস্তিতে গড়ে উঠেছে ২৫টিরও বেশি কিশোর অপরাধীচক্র। এসব কিশোর বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। স্থানীয়রা বলছে, এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া না হয় আগামী দিনে তারা আরো ভয়ংকর হয়ে উঠবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগরীর লালবাগ, আসরতপুর, মাহিগঞ্জ, জুম্মাপাড়া, হনুমানতলা, মিস্ত্রিপাড়া, ধাপসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং রয়েছে। এসব অপরাধীর বেশির ভাগই নিম্ন আয়ের মানুষের সন্তান। এদের অনেকেই স্কুলের বারান্দায় পা রাখেনি। পাড়ার বখাটেদের সঙ্গে মিশে অপরাধে জড়িয়ে পড়ছে। জানা গেছে, নগরে বেশ কয়েকটি বড় বস্তি রয়েছে। কিশোর অপরাধীদের বেশির ভাগই বস্তির বাসিন্দা। এদের ৮০ থেকে ৯০ শতাংশ মাদকাসক্ত। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. সায়ফুজ্জামান ফারুকী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিশোর অপরাধ দমনে আমরা সচেতনতামূলক প্রচার চালাচ্ছি। যেকোনো অভিযোগে আমরা অভিযান পরিচালনা করছি। এরই মধ্যে এসব ঘটনায় গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>