<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। নির্বাচন সামনে রেখে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো চষে বেড়াচ্ছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শেষ মুহূর্তের প্রচারণায় এসেও পরস্পরকে আক্রমণ অব্যাহত রেখেছেন কমলা ও ট্রাম্প। গত শুক্রবার উইসকনসিনে এক সমাবেশে কমলা হ্যারিসের অর্থনৈতিক নীতি নিয়ে কঠোর সমালোচনা করেন ট্রাম্প। একই অঙ্গরাজ্যে প্রচারণা চালানোর সময় ট্রাম্পের শাসনামলকে বিপর্যকর আখ্যা দেন কমলা। নির্বাচনের কয়েক দিন আগে কমলার রিপাবলিকান সমর্থককে নিয়ে হিংসাত্মক বক্তব্য দেওয়ায় সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের সাত কোটিরও বেশি ভোটার এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন। শেষ দিকে এসেও দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে জনমত জরিপে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শুক্রবার গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিনের মিলওয়াকি শহরে প্রচারণা চালান কমলা ও ট্রাম্প। মিলওয়াকির যে মঞ্চে ট্রাম্প প্রচারণা চালিয়েছেন, সেখানেই গত গ্রীষ্মে দলীয় মনোনয়ন অর্জন করেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রচারণা চালানোর সময় সমর্থকদের উদ্দেশে ট্রাম্প প্রশ্ন করেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আপনারা কি চার বছর আগের চেয়ে ভালো আছেন?</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এ সময় উচ্চ মূল্যস্ফীতির অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেন তিনি। এক পর্যায়ে মঞ্চের মাইক কাজ করছে না বলে অভিযোগ করেন এই রিপাবলিকান নেতা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্যারিফ আরোপের পরিকল্পনা পুনরাবৃত্তি করে ট্রাম্প বলেন, এটি পুরো অভিধানের সবচেয়ে মধুর শব্দ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় কমলার অর্থনৈতিক নীতির সমালোচনা করে ট্রাম্প বলেন, কমলা হ্যারিসের মূল্যস্ফীতির দুঃস্বপ্নের কারণে আমেরিকান পরিবারগুলোর পকেট থেকে হাজার হাজার ডলার কাটা পড়েছে। কমলা জয়ী হলে কি হবে আপনি কল্পনা করতে পারেন? আপনারা ১৯২৯ সালের মতো অর্থনৈতিক মন্দা দেখতে পাবেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে মিলওয়াকির সমাবেশে শ্রমিক ইউনিয়নের কর্মীদের সঙ্গে নিয়ে কমলা অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প একটি বড় হুমকি। কর্মী শ্রেণির মানুষের জন্য ট্রাম্পের কার্যক্রম ছিল বিপর্যয়কর। এ সময় উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগ এবং বিদ্যমান কারখানাগুলো উন্নত করার প্রতিশ্রুতি দেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমলার সঙ্গে সমাবেশে অংশ নেওয়া র‌্যাপ সংগীতশিল্পী কার্ডি বি গর্ভপাতের অধিকার ইস্যুতে ট্রাম্পের সমালোচনা করে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার ভবিষ্যৎ নিয়ে আমি কোনো ঝুঁকি নেব না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অর্থনীতি প্রসঙ্গে কমলা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জীবনযাত্রার ব্যয় কমানো আমাদের প্রধান অগ্রাধিকার।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ক্যালিফোর্নিয়ার একজন সাবেক কৌঁসুলি এবং অ্যাটর্নি জেনারেল হিসেবে নিজের অভিজ্ঞতার বিষয়টি স্মরণ করিয়ে কমলা বলেন, তিনি অপরাধী ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে লড়াই করবেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেন জি ভোটারদের উদ্দেশে এই ডেমোক্র্যাট প্রার্থী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তরুণরা বন্দুক সহিংসতা থেকে মুক্ত থাকতে এবং জলবায়ু সংকট মোকাবেলার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে রিপাবলিকান নেত্রী লিজ চেনিকে নিয়ে ট্রাম্পের দেওয়া হিংসাত্মক বক্তব্যের জেরে ট্রাম্পের সমালোচনা করেন কমলা। উইসকনসিনের ম্যাডিসনে কমলা বলেন, সাবেক প্রতিনিধি লিজ চেনির অস্ত্র তাক করে প্রশিক্ষণের পরামর্শ দিয়েছেন ট্রাম্প। এ ধরনের হিংসাত্মক বক্তব্য দেওয়া ব্যক্তি স্পষ্টতই প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চেনিকে নিয়ে ট্রাম্প বলেছিলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি একজন কট্টর যুদ্ধবাজ। আসুন তাঁর দিকে বন্দুক তাক করে ৯টি গুলি চালাই, ঠিক আছে? দেখি, তিনি কেমন বোধ করেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> জবাবে চেনি বলেন, এভাবেই স্বৈরশাসকরা একটি স্বাধীন দেশকে ধ্বংস করে দেন। তাঁদের বিরুদ্ধে কথা বললে হত্যার হুমকি দেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চেনিকে সমর্থন দিয়ে কমলা বলেন, চেনি একজন সত্যিকারের দেশপ্রেমিক। ট্রাম্প প্রতিশোধ নিত মরিয়া হয়ে উঠেছেন। তবে ট্রাম্প বলেছেন, চেনির লড়াই করার সাহস নেই।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে আরিজোনার অ্যাটর্নি জেনারেল বলেছেন, সাবেক কংগ্রেস সদস্য লিজ চেনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্য আরিজোনা অঙ্গরাজ্যের আইন লঙ্ঘন করেছে কি না, তা তদন্ত করা হচ্ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গতকাল নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ায় প্রচারণা চালানোর কথা ট্রাম্পের। অন্যদিকে নর্থ ক্যারোলাইনায় প্রচারণা চালানোর আগে জর্জিয়ায় সমাবেশ করার কথা কমলার। সূত্র : এএফপি, বিবিসি</span></span></span></span></p>