<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নির্বাচন কমিশন (ইসি) গঠনে নাম প্রস্তাব করেছে নিবন্ধিত ১৭টি রাজনৈতিক দল। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) পাঁচ সদস্যের কমিশন গঠনে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল পাঁচের বেশি নাম প্রস্তাব করেছে। তবে নাম প্রস্তাবের পাশাপাশি সিইসি নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বনের সুপারিশ করেছে দুটি রাজনৈতিক দল।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত বৃহস্পতিবার ছিল ইসি গঠনে অন্তর্বর্তী সরকার গঠিত অনুসন্ধান কমিটির কাছে নাম প্রস্তাবের শেষ দিন। বেশির ভাগ রাজনৈতিক দল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আবদুর রশিদের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পাঁচ সদস্যের কমিশনের জন্য প্রতিটি পদে দুজন করে মোট ১০ জনের নাম প্রস্তাব করেছে বিএনপি। গত বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং যুগ্ম আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মন্ত্রিপরিষদসচিবের কাছে নাম জমা দেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিএনপি সূত্রের বরাতে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার পদের জন্য দলটি সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন ও শফিকুল ইসলামের নাম প্রস্তাব করেছে। প্রস্তাবিত তালিকায় একজন নারীসহ সাবেক বিচারপতি, সাবেক আমলা ও সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব শফিকুল ইসলামের নাম রয়েছে গণতন্ত্র মঞ্চভুক্ত কয়েকটি রাজনৈতিক দলের প্রস্তাবে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক এই জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্য পাঁচটি করে নাম প্রস্তাব করেছে। জোটের অন্যতম শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মন্ত্রিপরিষদসচিবের কাছে সাতটি নাম প্রস্তাব করলেও দলটি সিইসি হিসেবে আবু আলম শহীদ খানের নাম প্রস্তাব করেছে বলে জানা গেছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সিইসির পাঁচ পদে পাঁচজনের নাম প্রস্তাব করেছে যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটভুক্ত দলগুলোও। এ ছাড়া ইসি গঠনে আটজনের নাম প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ছয়জনের নাম প্রস্তাব করেছে গণ অধিকার পরিষদ। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বনের সুপারিশ</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ইসি গঠনে পাঁচজন করে নাম প্রস্তাব করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। তবে সিইসি হিসেবে কারো নাম সুপারিশ না করে গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বনের সুপারিশ করেছে দল দুটি।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সিপিবির প্রস্তাবের সঙ্গে মন্ত্রিপরিষদসচিবের কাছে সুপারিশসংবলিত চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে কমিশনারদের মতামতের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সুপারিশ করা হয়েছে। দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স কালের কণ্ঠকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা মনে করি, আমাদের প্রস্তাবিত কমিশনাররা দক্ষ ও বিজ্ঞ। তাঁরা কমিশনার হলে নিজেদের মধ্যে আলোচনা করে সিইসি নির্বাচন করবেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সিইসি নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বনের সুপারিশ জানিয়ে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">২০২২ সালে স্বৈরাচার শেখ হাসিনা যখন আইনটি করলেন তখন আমরা এর বিরোধিতা করেছিলাম। আমরা এখনো বলছি, কমিশনাররাই গণতান্ত্রিকভাবে সিইসি নির্ধারণ করবেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p> </p>