<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ পাঁচ দফা দাবিতে এবার সচিবালয় ঘেরাও করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুর ২টার দিকে সচিবালয়ের মূল গেট অবরোধ করেন তাঁরা। এ সময় সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। অবরুদ্ধ হয়ে পড়েন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা। সচিবালয়ের সব গেটে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি দেখা যায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সচিবালয়ের সামনের সড়কে এসে তিন দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেন। শিক্ষার্থীরা তা মানতে নারাজ, তাঁরা এক কর্মদিবসের মধ্যে দাবি মেনে নেওয়ার তাগিদ দেন। পরে সচিবালয়ে ১২ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির উদ্দীন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের শিক্ষার্থীদের যেসব যৌক্তিক দাবি রয়েছে, সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মন্ত্রণালয়ের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি মঙ্গলবার থেকেই বাস্তবায়ন শুরু হয়ে যাবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাঁর বক্তব্যের পর বিকেল সোয়া ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে থেকে তাঁদের অবস্থান প্রত্যাহার করে নেন। সেখান থেকে তাঁরা সরে গেলে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং সচিবালয়ের ভেতর থেকে গাড়িগুলো পাশের গেট দিয়ে বের হওয়া শুরু হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে দুপুর সাড়ে ১২টায় জবি ক্যাম্পাস থেকে সচিবালয় অভিমুখে গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। ১২ সদস্যের প্রতিনিধিদল শিক্ষাসচিবের কাছে স্মারকলিপি দিতে গেলে বাধার মুখে পড়ে বলে তারা অভিযোগ করে। শিক্ষার্থীরা জানান, সচিবালয়ের গেটে একজন লোক পাঠিয়ে স্মারকলিপি গ্রহণ করতে চাওয়া হয়, কিন্তু শিক্ষাসচিব বা উপদেষ্টা কেউ তাঁদের সঙ্গে দেখা করার সুযোগ দেননি। তাই তাঁরা শিক্ষা ভবনের সামনে থেকে এসে সচিবালয় ঘেরাও করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় শিক্ষার্থীরা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি কে, তুমি কে, জবিয়ান, জবিয়ান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুলা না ক্যাম্পাস, ক্যাম্পাস, ক্যাম্পাস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অধিকার না অন্যায়, অধিকার, অধিকার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষা উপদেষ্টা তাঁদের সামনে এসে স্মারকলিপি গ্রহণ না করা পর্যন্ত সচিবালয় ঘেরাও কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তখন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সচিবালয়ের সামনে অবস্থানরত জবি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন এবং তিন দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেন। নাহিদ ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থাকবে না, হল থাকবে না</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটা হতে পারে না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, শিগগিরই শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাহিদ ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি জানি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কষ্টে থাকেন। আমার পরিবারের একজন সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁদের আবাসিক হল নেই। সে জন্য শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি পুরোপুরি একমত। তাঁদের সব দাবি যৌক্তিক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাস্তবতা হলো আমরা তিন দিনের মধ্যে হল করে দিতে পারব না। কিন্তু আর্মির কাছে হস্তান্তর করতে পারি। এর জন্য আমাদের বসতে হবে। আমরা তিন দিনের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তর করব। যেভাবে দেওয়া যায় সেইভাবে কাজ করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের অপমান করা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সচিব ও সংশ্লিষ্ট ব্যক্তিরা যাঁরা শিক্ষার্থীদের অপমান করে ফিরিয়ে দিয়েছেন, তাঁরা এর জন্য ক্ষমা চাইবেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো : স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং সাত দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে এই দায়িত্ব অর্পণ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট রূপরেখাসহ ঘোষণা করতে হবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পুরনো ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলের সব চুক্তি বাতিল করতে হবে। সম্প্রতি ইউজিসির ঘোষণা করা পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করতে হবে।  বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট সর্বনিম্ন ৫০০ কোটি টাকা বরাদ্দ দিতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>