<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণতন্ত্র, মানবাধিকার ও অধিকারের বিষয়ে পশ্চিমা প্রভাবশালী দেশগুলোর নিজস্ব ভাবনায় ফ্যাসিবাদ ও গোঁড়ামি স্পষ্ট বলে জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বলেন, শক্তিশালী পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে ফিলিস্তিনে জেনোসাইড ও অন্যত্র হামলা চালাতে সমর্থন-সহযোগিতা দিচ্ছে। আর এতে বিশ্বে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার ঢাকায় </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বে অব বেঙ্গল কনভরসেশনের (বিওবিসি)</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উদ্বোধন অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় মাহাথির মোহাম্মদ এ কথা বলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় ঢাকায় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নীতি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে মাহাথির মোহাম্মদের সশরীরে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু চিকিৎসকের পরামর্শে তিনি ভ্রমণ থেকে বিরত থাকেন। তিন দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশগ্রহণকারী সমবেত হচ্ছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় মাহাথির মোহাম্মদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বে নজিরবিহীন বিপর্যয়, বৈষম্য চলছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটি বলা অতিরঞ্জিত হবে না। বিশ্বের কিছু অংশের জীবনযাত্রা স্বাভাবিক। বাকি অংশ বড় বিপর্যয়ের ঝুঁকিতে আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহাথির বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত সমাধান হয়নি। এরই মধ্যে ফিলিস্তিনে ইসরায়েলের জেনোসাইড সবচেয়ে বিরক্তিকর। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর্তমান বিশ্ব নিয়ে তাঁর চারটি ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রথমত, ফিলিস্তিনে ইসরায়েলের জেনোসাইড চরম বর্বর ও অমানবিক। এর চেয়েও খারাপ বিষয় হলো, মর্মান্তিক এই বর্বরতা থামাতে বাকি বিশ্বের ব্যর্থতা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহাথির বলেন, দ্বিতীয়ত, দুর্বল ও অসহায় জনগোষ্ঠীকে রক্ষার দায়িত্ব পালনেও আন্তর্জাতিক সব সংস্থা ব্যর্থ হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তৃতীয়ত, এটি মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে চরম অনৈক্য স্পষ্ট করে তুলেছে। কিছু নেতা ফিলিস্তিনের ভাই-বোনদের দুর্দশাকেই শুধু অগ্রাহ্য করাই নয়, কার্যত খুনি জায়নবাদী কর্তৃপক্ষকে সহযোগিতা করতে প্রস্তুত আছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহাথির বলেন, চতুর্থত, পশ্চিমের শক্তিশালী রাষ্ট্রগুলোর গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীনতার নিজস্ব ধরনের মধ্যে ফ্যাসিস্ট ও গোঁড়ামি প্রকাশ পেয়েছে। তারা ফিলিস্তিনে ধ্বংস, জাতিগত নির্মূল, জেনোসাইড ও দখলদারিত্বে ইসরায়েলকে সমর্থন-সহযোগিতা দিচ্ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহাথির মোহাম্মদ বলেন, ঘৃণায় বমি আসে এমন কাজের তালিকা দিন দিন বড় হচ্ছে। কিন্তু দুর্বৃত্ত, ফড়িয়া রাষ্ট্র ইসরায়েল দায়মুক্তি নিয়েই এসব নৃশংসতা চালিয়ে যাচ্ছে। কারণ তথাকথিত সভ্য বিশ্বের মহান রাষ্ট্রগুলোর সমর্থন পায় ইসরায়েল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, প্রভাবশালী পশ্চিমা গণমাধ্যমের সহযোগিতায় অপরাধের শিকার হওয়ার খেলা খেলে ইসরায়েল শুধু ফিলিস্তিনে থামেনি। ইসরায়েল লেবাননে হামলা করেছে, এখন ইরানকে ঘিরে ফেলছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহাথির বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৭০ বছর ধরে যাদের ভূমি দখল করেছে, তাদের ওপরই নিপীড়ন চালাচ্ছে ইসরায়েল। নিপীড়নের শিকার হওয়া ব্যক্তিদের প্রতিরোধের যেকোনো প্রচেষ্টাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করা হয়। আর ইসরায়েল যে সন্ত্রাস করছে, তা অবজ্ঞা করা হয়। গত বছরের ৭ অক্টোবর থেকে আমরা একই ঘটনার পুনরাবৃত্তি দেখছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহাথির মোহাম্মদ বলেন, হামাসের হামলা ছিল গত ৭০ বছরের নিপীড়নের জবাব। কিন্তু এটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে শিশু, নারী ও পুরুষের ওপর বড় ধরনের জেনোসাইড শুরু করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিনে ইসরায়েলের জেনোসাইড ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে হামলা বিশ্বকে বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, যুক্তরাষ্ট্রও চীনকে তাইওয়ানে হামলা করতে উসকানি দিতে ব্যস্ত। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের উদ্দেশ্য ছিল কার্যত দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়ানো। যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির ব্যবসা বেড়ে গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহাথির বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়াকে ইউক্রেনে হামলা চালাতে উসকানি দিয়েছে। এখন যুক্তরাষ্ট্র রাশিয়ার সামরিক সক্ষমতা জানতে পারবে। অসহায় ইউক্রেন পুরোপুরি ধ্বংস হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি কোনো সতর্কবার্তা দেওয়া ব্যক্তি হতে চাই না। তবে আমি বিশ্বাস করি, রাষ্ট্রনেতা, গণমাধ্যম ও নাগরিক সমাজকে অবশ্যই দ্ব্যর্থহীনভাবে এসব উসকানির বিরুদ্ধে কথা বলতে হবে। শক্তিশালী দেশগুলোর মধ্যে যুদ্ধ হলে দুর্বল দেশগুলোর সবচেয়ে বেশি ক্ষতি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি পশ্চিমা প্রভাবশালী গণমাধ্যমগুলোর পররাষ্ট্র নীতি প্রশ্নে অতিমাত্রায় দেশপ্রেমমূলক প্রচারণা সমালোচনা করেন। তিনি বলেন, এই গণমাধ্যমগুলোই দুই মেরুর বিশ্ব ফিরিয়ে আনছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহাথির আশা করেন, তথ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড সুনির্দিষ্ট কোনো সীমানা নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।  </span></span></span></span></p>