<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন বলে মনে করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তিনি বলেছেন, সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুবেল নামের একজনকে হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীর জামিনের পক্ষে গতকাল বৃহস্পতিবার শুনানি করেন জেড আই খান পান্না। তবে রাষ্ট্রপক্ষের আবেদনে মেহেদী হাছান চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগ। এই আদেশ নিয়ে ব্রিফ করার সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জেড আই খান পান্না বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১৬ বছরে যে মামলা হয়েছে, তুলনামূলকভাবে গত তিন মাসে বেশি মামলা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রাইব্যুনালে কারো পক্ষে আইনি লড়াই করবেন কি না, জানতে চাইলে এই আইনজীবী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইয়েস, যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে লড়ব। শুধু ট্রাইব্যুনালের মামলা নয়, সব মামলাতেই লড়ব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র-জনতার গণ-আন্দোলন, সংস্কার, নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণ-অভ্যুত্থান কি ব্যর্থ হয়ে যায়নি? আপনি কি মনে করেন গণমাধ্যমের স্বাধীনতা আছে? মোটেও না, আমি এটি (গণমাধ্যমের স্বাধীনতা আছে) বিশ্বাস করি না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সারা দেশে তার বিরুদ্ধে আড়াই শতাধিক মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত ১৮ নভেম্বর এসংক্রান্ত শুনানির পর গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের বিষয়ে ১৭ ডিসেম্বরের মধ্যে অগ্রগতি জানাতে নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই সময়ের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের যে তদন্ত চলছে, সেই তদন্তের প্রতিবেদনও দিতে বলা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>