<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে নেওয়ার সময় পুলিশের কাজে বাধা সৃষ্টি এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এবং গতকাল শুক্রবার সকালে নগরীর কোতোয়ালি ও বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত চার দিনে ৩৮ জনকে গ্রেপ্তার করা হলো। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। গতকাল বাকলিয়া এলাকা থেকে বাবলা ধর ও সজল শীলকে গ্রেপ্তার করা হয়। বাবলার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল এলাকায়। সজলের বাড়ি একই এলাকার আশিয়া হিন্দুপাড়া এলাকায়। তারা দুজনই বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত বৃহস্পতিবার রাতে কোতোয়ালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুর্লভ দাসকে। তিনজনের মধ্যে দুর্লভ দাস আইনজীবী হত্যার ঘটনার সময় ধারালো অস্ত্র হাতে ছিলেন। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করেছে পুলিশ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৫২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে দেখা যায়, ধারালো অস্ত্র দিয়ে আইনজীবী সাইফুলকে কোপান ওম দাশ, চন্দন ও রনব। তার নিথর দেহ পড়ে থাকলেও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটাতে থাকেন অন্যরা। সেখানে আরো ২৫ থেকে ৩০ জন ছিলেন। তাদের বেশির ভাগই পরিচ্ছন্নতাকর্মী। একজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগরীর বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, গত ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে তোলার সময় পুলিশের কাজে বাধা সৃষ্টির অভিযোগে বাকলিয়া থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগরীর কোতোয়ালি থানার ওসি আবদুর রহিম কালের কণ্ঠকে বলেন, বৃহস্পতিবার রাতে ভিডিও ফুটেজ দেখে দুর্লভ দাস নামের একজনকে গ্রেপ্তার করা হয়। দুর্লভ দাস আইনজীবী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। তিনি বলেন, আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় এখনো মামলা করা হয়নি। সাইফুলের পরিবার থেকে কেউ এলে মামলা নেওয়া হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন : খুলনা জেলা ইমাম পরিষদের বিক্ষোভ সমাবেশ থেকে ইসকন নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, ইসকন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। গতকাল বিকেলে নগরীর ডাকবাংলা মোড়ে এই সমাবেশ হয়। জেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, সহসাধারণ সম্পাদক মাওলানা এ এফ এম নাজমুস সউদ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই দাবিতে রাজশাহী, ময়মনসিংহ, যশোর, ফরিদপুর, পিরোজপুর, রাজবাড়ী, গাইবান্ধা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈর, সাভার-আশুলিয়া, বাগেরহাটের চিতলমারী, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">[প্রতিবেদনে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক প্রতিনিধিরা]</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>