<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের বিচার বিভাগ মানবাধিকারের সর্বোচ্চ সুরক্ষা প্রদানে বদ্ধপরিকর বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল সোমবার স্পেনের রাষ্ট্রদূত সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাক্ষাতে বিচার বিভাগের আধুনিকায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেক্র। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, এই সাক্ষাতে তারা বাংলাদেশ, স্পেনের ঐতিহ্য, সংস্কৃতি, বিচার বিভাগ, বিচারব্যবস্থা নিয়ে আলোচনা করেন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে স্পেনের রাষ্ট্রদূত বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়া তিনি শক্তিশালী বিচার বিভাগ গঠনে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দিতে স্পেন প্রস্তুত বলে প্রধান বিচারপতিকে জানিয়েছেন। সেই সঙ্গে বিচার বিভাগের আধুনিকায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতেও প্রধান বিচারপতির কাছে আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রধান বিচারপতি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি বিচার বিভাগের আধুনিকায়ন, পৃথককরণ ও প্রাতিষ্ঠানিকীকরণে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সুপ্রিম কোর্টের সহযোগিতার আশ্বাস দেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিচারকদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি নগদায়ন নীতিমালার নির্দেশ : এদিকে বিচারকদের জন্য সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা জারি করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। কালের কণ্ঠকে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাননীয় প্রধান বিচারপতির নির্দেশনাসংক্রান্ত একটি চিঠি রবিবার সুপ্রিম কোর্ট থেকে অর্থ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং অধস্তন আদালতের বিচারকদের প্রতি প্রধান বিচারপতির দেওয়া অভিভাষণের বক্তব্য তুলে ধরা হয়েছে চিঠিতে। সেদিন বিচার বিভাগের প্রধান বলেছিলেন, অধস্তন আদালতে কর্মরত বিচারকদের প্রজাতন্ত্রের অন্য কর্মকর্তাদের তুলনায় যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধাসংবলিত পর্যাপ্ত গাড়ি বরাদ্দ প্রদান করা হয় না, যা এক ধরনের বৈষম্য।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুপ্রিম কোর্টের চিঠিতে বলা হয়েছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমানে অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার নিম্নে কোনো বিচারকের জন্য পৃথক গাড়ি নেই। এমনকি ওই পদের সব বিচারকের জন্য গাড়ি বরাদ্দ নেই। উপজেলা পর্যায়ে অবস্থিত চৌকি আদালতের বিচারকদের অবস্থা আরো শোচনীয়। তাদের সরকারি বাহন, বাসস্থান, নিরাপত্তা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোনোটিই নেই। তাই বিচারকদের জন্য সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা জারি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান বিচারপতি নির্দেশনা প্রদান করেছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>