<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলা একাডেমি আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের বিজয়ের উষালগ্নে বুদ্ধিজীবী হত্যা ছিল জাতিগত নিশ্চিহ্নকরণের অপপ্রয়াস। মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীরা তাদের রচনায়, কর্মে ও স্বপ্নে যে স্বদেশের স্বপ্ন দেখেছেন, তার বাস্তবায়নেই তৈরি হবে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রকৃত পরিসর।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার বিকেলে এই আলোচনা অনুষ্ঠান হয় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে। এতে স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব মোহা. নায়েব আলী। আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা নিত্রা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানের শুরুতে একাডেমির সদ্যঃপ্রয়াত দুই ফেলো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার ও বরেণ্য কবি হেলাল হাফিজের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোচকরা বলেন, গণহত্যা কালে কালে দেশে দেশে হয়েছে। তবে এর মাত্রাগত তারতম্য আছে। বুদ্ধিজীবী হত্যা একটি পরিকল্পিত, বিশেষ হত্যাযজ্ঞ। গণহত্যাকারীরা নতুন</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রূপে ফিরে আসে। তারা জনমানুষের রক্ত ঝরিয়ে শাসন-শোষণ কায়েম রাখতে চায়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের মানুষ ইতিহাস জানতে চায়, তবে আমাদের বুদ্ধিজীবীরা সেভাবে স্বচ্ছ ইতিহাস জানাতে পারেননি। ইতিহাস রচনায় পক্ষপাত দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একাত্তরের বুদ্ধিজীবীরা জীবন দিয়েছেন। তাদের প্রাণদান ব্যর্থ হয়ে যাবে, যদি আমরা দেশ ও মানুষের কল্যাণে নিজেদের ক্ষুদ্র স্বার্থচিন্তা ত্যাগ করতে না পারি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গতকাল সকালে বাংলা একাডেমি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর ও রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে। একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।</span></span></span></span></p>