<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রায় দেড় যুগ আগের চাঁদাবাজির চার মামলা বাতিল করেছিলেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের রবিবারের কার্যতালিকায় চারটি আবেদন শুনানির জন্য রয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে লিভ টু আপিলের শুনানি হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় দেড় যুগ আগে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজধানীর কাফরুল থানায় তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। ২০০৭ সালে মামলা করা হলেও মামলার অপরাধ (ঘটনা) দেখানো হয়েছে ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালের। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তারেক রহমানের আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন হাইকোর্টের রায়ের দিন কালের কণ্ঠকে বলেছিলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চারটি মামলার মধ্যে তিনটি মামলার এজাহারে তারেক রহমানের নাম ছিল না। অথচ এসব মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে। তাঁর কোমরের হাড় পর্যন্ত গুঁড়া করে দিয়েছিল রিমান্ডে নিয়ে নির্যাতন করে। আইনত একটি মামলাও চলে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১২ সালে আপিল বিভাগের একটি সিদ্ধান্তের কথা জানিয়ে খোকন বলেছিলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোনো মামলার ক্ষেত্রে ক্ষমতার বহুমাত্রিক অপব্যবহার যদি হয়ে থাকে, তবে সেসব মামলা চলে না বলে রায় দিয়েছিলেন আপিল বিভাগ। চাঁদাবাজির এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ফলে আপিল বিভাগের সিদ্ধান্ত অনুসারে এসব মামলা চলতে পারে না। এ কারণে হাইকোর্ট চারটি মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে ১৭টি মামলা করা হয়। পরে শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে অর্ধশতাধিক মামলা করা হয়, যার বেশির ভাগই মানহানির মামলা। </span></span></span></span></p>