<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উন্নত চিকিৎসার জন্য অবশেষে আগামীকাল ৭ জানুয়ারি মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এবারের বিদেশযাত্রা শুধু চিকিৎসার জন্য হলেও এ বিষয়টি মানুষের দৃষ্টি এড়াচ্ছে না। তাঁর বর্তমান শারীরিক অবস্থা কেমন, তিনি কোন দেশের কোন হাসপাতালে চিকিৎসা নেবেন, কবেই বা দেশে ফিরবেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন সব প্রশ্ন ঘিরে মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল আছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে জনমনে কৌতূহল" height="267" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11. january/06-01-2025/88888.jpg" style="float:left" width="325" />লন্ডনে পৌঁছালে সাত বছর পর খালেদা জিয়ার সঙ্গে তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হবে। তারেক রহমানের পাশাপাশি তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানও খালেদা জিয়ার অপেক্ষায় আছেন। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হলে তৈরি হবে আবেগঘন এক পরিবেশ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদেশযাত্রা উপলক্ষে গতকাল রবিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় তাঁর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে যান দলের স্থায়ী কমিটির সদস্যরা। ফিরোজা থেকে বেরিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার লন্ডন যাত্রার দিনক্ষণ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মির্জা ফখরুল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী জনগণের সবচেয়ে আদরের নেত্রী চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মহাসচিব আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ম্যাডাম দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span>  </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খালেদা জিয়ার বিদেশযাত্রার প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট বিএনপির এক নেতা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার কথা জেনে তাঁকে লন্ডনে নিয়ে যেতে তাঁর রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স দিয়েছেন। এতে সর্বাধুনিক চিকিৎসার অনেক সুবিধা রয়েছে। মঙ্গলবার রাতে এই এয়ার অ্যাম্বুল্যান্সে করেই তিনি রওনা হবেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খালেদা জিয়ার যুক্তরাজ্য যাত্রাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেউ দেখতে চাইছে না। তিনি অসুস্থ, চিকিৎসাটাই তাঁর অগ্রাধিকার বলছেন দলের দায়িত্বশীল নেতারাও। তবে তিনি কবে ফিরে আসতে পারেন, সে বিষয়ে স্পষ্ট কেউ ধারণা দিতে পারেননি। ফলে এ বিষয়টি নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ধোঁয়াশা আছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপি নেতারা জানিয়েছেন, ৭ জানুয়ারি রাত ১০টায় কাতার এয়ারলাইনসের বিশেষ একটি এয়ার অ্যাম্বুল্যান্সে করে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। লন্ডনে পৌঁছে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে। তারেক রহমানের সঙ্গে কিছুদিন লন্ডনে থাকার পর যাবেন যুক্তরাষ্ট্রে। সেখানকার মেরিল্যান্ডের পূর্ব বাল্টিমোরে অবস্থিত জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে তাঁর। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিকিৎসকরা জানিয়েছেন, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন জরুরি। ধারণা করা হচ্ছে, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা হলে পুরো চিকিৎসা শেষ হতে কয়েক মাস লাগতে পারে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দলীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, চিকিৎসা শেষ হলে বিএনপি চেয়ারপারসন আবার লন্ডনে যেতে পারেন। সেখান থেকে দেশে ফেরার পথে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে পারেন তিনি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপি চেয়ারপারসনের বিদেশযাত্রা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা যেমন চলছিল, তেমনি চলছিল প্রস্তুতিও। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং সামগ্রিক পরিস্থিতি দুটি একসঙ্গে না এগোনোয় একাধিকবার বিদেশযাত্রার তারিখ পরিবর্তন করতে হয়েছে। এ ছাড়া তাঁর প্রতিনিধিদলের কয়েকজনের ভিসাসংক্রান্ত জটিলতাও ছিল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কালের কণ্ঠকে বলেন, বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। পরবর্তী সময়ে ২০২০ সালের মার্চে তৎকালীন সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি পান তিনি। মূলত এই সাময়িক কারামুক্তির পর থেকেই খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাঁর পরিবার ও দল থেকে একাধিকবার দাবি জানানো হচ্ছিল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে প্রতিবারই শর্তসাপেক্ষে সাময়িক মুক্তির কথা বলে তাঁকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়নি সরকার। এদিকে সাময়িক কারামুক্তির পর থেকে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় থাকলেও এই সময় তাঁকে একাধিকবার জরুরি ভিত্তিতে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর হার্টে রিং পরানো হয়েছে, লিভার সিরোসিসের চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসক এনে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টিপস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> করানো হয়েছে। কিন্তু তার পরও তাঁর বিদেশে চিকিৎসার দ্বার উন্মুক্ত হচ্ছিল না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর প্রতিবন্ধকতা শেষ হয়ে যায়। ফলে বিদেশে চিকিৎসার দ্বারও উন্মুক্ত হতে থাকে। পরের দিন ৬ আগস্ট খালেদা জিয়া মুক্তি পান। এর পরপরই তাঁর বিদেশযাত্রা নিয়ে প্রস্তুতি শুরু হয়। তিনি কোন দেশে যেতে পারেন, তা নিয়ে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ড ও পরিবার একাধিকবার বৈঠক করেছে। এই সময়ের মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও দীর্ঘ ভ্রমণের জন্য সায় দিচ্ছিল না। এমন অবস্থায় তাঁর শারীরিক অবস্থা দীর্ঘ ভ্রমণের উপযোগী করে তুলে কিভাবে তাঁকে বিদেশে নেওয়া যায় এবং তাঁর পাসপোর্ট জটিলতা নিরসনের ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে খালেদা জিয়ার নতুন পাসপোর্ট করানো হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবের ভিসা নিয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন কালের কণ্ঠকে বলেন, বিশেষ বিমানে তিনি এখন ভ্রমণ করতে পারবেন বলে মনে করেন চিকিৎসকরা। সবদিক বিবেচনা করে খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে পাঁচ-ছয়জন চিকিৎসকসহ ১৫-১৬ সদস্যের একটি প্রতিনিধিদল যাবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে আসা জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার শরীরে সফল অস্ত্রোপচার করা হয়েছিল। পেটে পানি আসা ও রক্তক্ষরণ বন্ধে তাঁর শরীরে ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্ট (টিপস) প্রতিস্থাপন করা হয়। পরে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ড যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের সেই হাসপাতালেই লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেয়। শারীরিক অবস্থা বিবেচনা করে শেষ পর্যন্ত খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা হবে যুক্তরাষ্ট্রের হাসপাতাল তা পর্যালোচনা করতে পারে। আর লিভার প্রতিস্থাপন করলে খালেদা জিয়ার দেশে ফিরতে কয়েক মাস লাগতে পারে।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৮০ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস ছাড়াও কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা জটিলতায় ভুগছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৫ জুলাই সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন খালেদা জিয়া।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>