<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির মধ্যে অন্যতম ছিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ চালু করা। কিন্তু অন্তর্বর্তী সরকারের গত পাঁচ মাসে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেনি। নির্বাচনের দাবিতে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছেন। এ ছাড়া আরো অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রসংসদ নির্বাচনের দাবি তুললেও অনেকটা ঢিমেতালে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ছাত্রসংসদ নির্বাচনের কথা বললে সবার আগে আসে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডাকসু</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নির্বাচনের কথা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনের দিকেও অনেক বিশ্ববিদ্যালয় তাকিয়ে আছে। কিন্তু শিক্ষার্থীদের দাবি এবং আন্দোলনের মুখেও গত পাঁচ মাসে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা সম্ভব হয়নি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র মতে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্ররাজনীতির রূপরেখা নিয়ে আগে একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটি অংশীজনের সঙ্গে মতবিনিময় করলেও এখনো প্রতিবেদন জমা দেয়নি। তবে শিক্ষার্থীরা সম্প্রতি নির্বাচনের দাবিতে আন্দোলনে নামলে আবারও একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি ডাকসুর গঠনতন্ত্র নিয়ে কাজ করে সুপারিশ দেবে। একই সঙ্গে তারা ডাকসু নির্বাচনের অন্যান্য বিষয়েও প্রয়োজনীয় পরামর্শ দেবে। তবে কত দিনের মধ্যে কমিটি তাদের কাজ শেষ করবে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাইমা হক বিদিশা কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্রসংসদ নির্বাচন নিয়ে আমাদের দুটি কমিটি কাজ করছে। প্রথম কমিটি এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য ছাত্রসংগঠনের নেতা ও অংশীজনদের মতামত নিয়েছে। তবে ডাকসু নির্বাচনের গুরুত্ব বিবেচনায় আমরা সম্প্রতি আরো একটি কমিটি গঠন করেছি। এই কমিটি গঠনতন্ত্রসহ অন্যান্য সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছে। তারা দ্রুত তাদের কাজ শেষ করবে। তাদের পরামর্শের ভিত্তিতে আমরা ডাকসু নির্বাচনের ব্যাপারে বিস্তারিত জানাতে পারব। তবে এটা বলতে পারি, ডাকসু নির্বাচনের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রূপরেখা প্রণয়নের জন্য আলটিমেটাম দিয়েছিলেন তাঁরা। এরপর গত শুক্রবার ডাকসু নির্বাচনের দাবিতে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডাকসু চাই আন্দোলন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামে একটি প্ল্যাটফরম তৈরি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার। তাঁরা উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত রবিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রসংসদ নির্বাচনের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছের শিক্ষার্থীরা। নির্বাচনের রোডম্যাপ দিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রোডম্যাপ না দিলে প্রশাসনিক ভবনে তালা ঝুলানোর হুঁশিয়ারি দেওয়া হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা জানান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেরোবি ক্যাম্পাসে লেজুড়বৃত্তির রাজনীতি বন্ধ ঘোষণার পরও তা চালুর অপচেষ্টা চালানো হচ্ছে। সিন্ডিকেটসভায় কোনো ছাত্র লেজুড়বৃত্তির রাজনীতির কর্মকাণ্ডে যুক্ত থাকলে শাস্তি প্রণয়নে নীতিমালা পাস করতে হবে। ছাত্রসংসদ নির্বাচনের আগে অন্য কোনো সংগঠনের নির্বাচন হলে তা প্রতিহত করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্রসংসদ নির্বাচনের ব্যাপারে আমরা একটি কমিটি করেছিলাম। এরই মধ্যে সেই কমিটির প্রতিবেদন আমাদের হাতে এসেছে। এখন সিন্ডিকেটে সেই প্রতিবেদন নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা একটি খসড়া রোডম্যাপ করতে পারব বলে আশা করছি। আর ছাত্রদের দাবি ছিল, ছাত্রসংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হবে না। আমিও সে ব্যাপারে পুরোপুরি একমত। ছাত্রসংসদ নির্বাচনের আগে কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির নির্বাচন হবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে বেশির ভাগ বিশ্ববিদ্যালয় যেখানে কমিটি গঠন করে বসে আছে, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল ছাত্রসংসদ নির্বাচন ২০২৫-এর রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকসু ও হল ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের জন্য ৩১ ডিসেম্বর  নির্বাচন কমিশন গঠন করা হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১০ জানুয়ারি ২০২৫। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৫ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করা হবে ২৫ জানুয়ারি এবং নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে ১ ফেব্রুয়ারি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাদের কেউ কেঊ ছাত্রসংসদ নির্বাচনের জন্য কমিটি গঠন করেছে। আবার কেউ কাঠামো ঠিক করতে কমিটি করেছে। এভাবেই প্রায় পাঁচ মাস পার হয়ে গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্রসংগঠনসহ অংশীজনদের পরামর্শের ভিত্তিতে আমরা ছাত্রসংসদ নির্বাচন নিয়ে শিগগিরই একটি খসড়া ওপেন করব। সেখানেও হয়তো কিছু পরিমার্জন, পরিবর্ধন হবে। এরপর আমরা একটি রোডম্যাপ প্রকাশ করব। আমরা আগে বলেছিলাম, হয়তো মার্চের মধ্যে নির্বাচন করতে পারব। কিন্তু ওই সময় রমজান থাকবে। তাই এখন আমরা এপ্রিলে নির্বাচনের লক্ষ্য নিয়ে কাজ করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ২০১৯ সালে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৯২ সালে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৯০ সালে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৮৯ সালে, বুয়েটে ২০০১ সালে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯৯৮ সালে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯৯৭ সালে ছাত্রসংসদ নির্বাচন হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>