<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাজনৈতিক অস্থিরতার বড় প্রভাব পড়েছে বাংলাদেশের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতে। গত জুলাই-সেপ্টেম্বর সময়ে জিডিপি প্রবৃদ্ধি ১.৮১ শতাংশে নেমেছে। এর আগের বছরের একই প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৬.০৪ শতাংশ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চলতি অর্থবছরের প্রথম তিন মাসের জিডিপির তথ্য প্রকাশ করেছে। তথ্যে দেখা যাচ্ছে, গত জানুয়ারি মাস থেকে টানা তিন প্রান্তিক ধরেই জিডিপির প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমেছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কৃষি, শিল্প ও সেবা</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এই তিন খাতের উপাত্ত নিয়ে জিডিপি প্রকাশ করা হয়। গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে। এই খাতে প্রবৃদ্ধি ছিল মাত্র ০.১৬ শতাংশ। এর মানে, কৃষি খাতে নামমাত্র প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে সেবা খাতে প্রবৃদ্ধি ছিল মাত্র ১.৫৪ শতাংশ। আর প্রথম প্রান্তিকে শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ২.১৩ শতাংশ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ক্ষমতার পালাবদলে শিল্পে নৈরাজ্য, অস্থিরতা আর উৎপাদনে স্থবিরতার কারণে এবার অর্থনৈতিক পরিস্থিতি কঠিন হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। চলমান পরিস্থিতিকে </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অনিশ্চিত</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> বর্ণনা করে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মধ্যবর্তী হিসেবে ৪ শতাংশে নেমে আসার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এর আগে সংস্থাটি ৫.৭০ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে আভাস দিয়েছিল। অন্যদিকে এডিবি এপ্রিলে বলেছিল, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬.৬ শতাংশে উন্নীত হতে পারে। তবে সেপ্টেম্বরে তারা প্রবৃদ্ধি ৫.১ শতাংশে নামিয়ে আনে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে শ্লথ হয়ে পড়েছে এবং এর ফলে চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি ৩.৮ শতাংশে নেমে আসবে। তবে সংস্থাটি মনে করে, আগামী অর্থবছর, অর্থাৎ ২০২৫-২৬-এ অর্থনীতি চাঙ্গা হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৭ শতাংশে উন্নীত হবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আওয়ামী লীগ সরকার ২০২৪-২৫ অর্থবছরের জন্য উত্থাপিত বাজেটে ৬.৭৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে পরিকল্পনা সাজায়। তবে সরকারি চাকরিতে কোটা নিয়ে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের দিকে নিয়ে গেলে পরিস্থিতি পাল্টে যায়। প্রবল গণ-আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে এক মাসের বেশি সময় ধরে উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হয়। ৮ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরও আইন-শৃঙ্খলা ও ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছিল কিছুদিন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দৃশ্যত অকার্যকর পুলিশি ব্যবস্থার মধ্যে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত পোশাকশিল্পে অস্থিরতা ছড়ায়। একের পর এক কারখানায় উৎপাদন বিঘ্নিত হওয়ার মধ্যে ১৫ থেকে ২০ শতাংশ কার্যাদেশ বাতিলের কথা সরকারের তরফে জানানো হয় সে সময়। মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির এলসি কমা, ওষুধসহ অন্যান্য শিল্প শ্রমিকদের মধ্যে অস্থিরতা ছিল। দেশের বিনিয়োগ পরিস্থিতিও খুব একটা ভালো ছিল না তখন। ব্যাংক খাতে ছিল অস্থিরতা। ওই সময়টায় উন্নয়ন প্রকল্পের কাজও বিঘ্নিত হয়েছে। ফলে অর্থবছরের প্রথম প্রান্তিকে সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন হয়েছে। নেতিবাচক ধারায় ছিল রাজস্ব আহরণ। অর্থনীতির বিভিন্ন সূচকে সময়টিতে নেতিবাচক খবরের মধ্যে এবার দেশের সার্বিক উৎপাদনই কমে যাওয়ার তথ্য এলো।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যদিও বিবিএস সংশ্লিষ্টরা বলছেন, অর্থবছরের এক প্রান্তিকে জিডিপি এতটা কমে গেছে যে পরের প্রান্তিকগুলোতে বড় ধরনের প্রবৃদ্ধি না হলে সার্বিকভাবে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি বাড়ানো কঠিন হবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিবিএসের তথ্য অনুসারে, জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশের ভেতরে স্থিরমূল্যে আট লাখ চার হাজার ৯৪২ কোটি টাকার মূল্য সংযোজন হয়, যা গত চার প্রান্তিকের মধ্যে সর্বনিম্ন। আর ১১টি উপখাতের মধ্যে সবচেয়ে বেশি ১২.৬৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে খনিজ ও পাথর উত্তোলন খাতে। নেতিবাচক প্রবৃদ্ধি আর্থিক ও বীমা খাতে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এখন সঠিক তথ্য প্রকাশ করার চেষ্টা করছে। ফলে এখন যে তথ্য আসছে সেটি অনেকটাই সঠিক। সঠিক তথ্য না হলে পরিকল্পনা করা যায় না।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেন, এখন অন্তর্বর্তী সরকারের সময় পুঁজি লুণ্ঠন অনেকখানি কমে গেছে। তাই বেসরকারি খাতের বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় চলতি অর্থবছরে অনেকখানি কমে যাবে। এ জন্য জিডিপি প্রবৃদ্ধির হারও কমে যাবে। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৪ বা ৪.৫-এ নেমে গেলে অবাক হওয়ার কিছু নেই। তবে আশার কথাও আছে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার ব্যাংকিং খাত ও সামগ্রিক অর্থনীতিকে আবার সুষ্ঠু পথে ফিরিয়ে আনার জন্য যথোপযুক্ত নীতি গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি বলেন, ড. ইউনূসের ব্যক্তিগত ভাবমূর্তির কারণে আগামী কয়েক মাসের মধ্যে দেশের অর্থনীতিতে যুক্ত হতে চলেছে প্রায় ১০ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা। এই সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কয়েক বিলিয়ন ডলার বাড়িয়ে দেবে। প্রবাসী বাংলাদেশিরা আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর জোয়ার সৃষ্টি করেছেন। তা অব্যাহত থাকলে অর্থনীতিতে সুবাতাস বইতে শুরু করবেই।</span></span></span></span></span></p> <p> </p>